আজ শুক্রবার, ২০ সেপ্টেম্বর, ২০২৪ ॥ ৫ আশ্বিন, ১৪৩১ ॥ ১৬ রবিউল আউয়াল, ১৪৪৬

চাঁপাইনবাবগঞ্জে ৫৯ বিজিবির অভিযানে সীমান্তে বিদেশী পিস্তল সহ আটক ১
অন্যান্য

চাঁপাইনবাবগঞ্জে ৫৯ বিজিবির অভিযানে সীমান্তে বিদেশী পিস্তল সহ আটক ১

প্রতিনিধি: ইমাম হাসান জুয়েল, চাঁপাইনবাবগঞ্জ:
মে ১২, ২০২৪

চাঁপাইনবাবগঞ্জের সোনামসজিদ সীমান্তে বিদেশী পিস্তল গুলি ম্যাগাজিন এবং ভারতীয় মদ সহ প্রসেনজিৎ কর্মকার (৩০) নামে ১ জনকে আটক করেছে ৫৯ বিজিবি।
শুক্রবার (১০ মে) রাতে চাঁপাইনবাবগঞ্জ রহনপুর ব্যাটালিয়ন ৫৯ বিজিবি’র সোনামসজিদ বিওপির দায়িত্বপূর্ন কয়লাবাড়ী এলাকায় তল্লাশী চালিয়ে কার্টুনের ভিতরে অবৈধ অস্ত্র মাদকদ্রব্য সহ ধূত ব্যাক্তিকে আটক করা হয়।
রহনপুর ৫৯ বিজিবি এক প্রেস বিজ্ঞপ্তিতে জানায় বিজিবি মহাপরিচালকের নির্দেশনা বাস্তবায়নের লক্ষ্যে গত ১০ মে রাতে ৫৯ বিজিবি’র অধীনস্থ সোনামসজিদ বিওপির দায়িত্বপূর্ন এলাকার কয়লাবাড়ী এলাকা দিয়ে অবৈধ অস্ত্র এবং গুলি চোরাচালান হওয়ার সম্ভাবনা রয়েছে বলে গোয়েন্দা তথ্য পাওয়া যায়।
রহনপুর ব্যাটালিয়ন (৫৯ বিজিবি)’র অধিনায়ক লেঃ কর্নেল গোলাম কিবরিয়া (বিজিবিএম)’র দিকনির্দেশনায় সোনামসজিদ বিওপির হাবিলদার শাহিনুর রহমানের নেতৃত্বে শিবগঞ্জ উপজেলার শাহাবাজপুর ইউনিয়নের কয়লাবাড়ী এলাকার রাস্তার যানবাহন তল্লাশী অভিযান পরিচালনা করে। পরবর্তীতে তল্লাশি অভিযান চলাকালে ১ জন ব্যক্তি কয়লাবাড়ী মোড় হতে পায়ে হেটে মাথায় করে একটি কার্টুন নিয়ে কানসার্টের দিকে যাচ্ছিল।

উক্ত ব্যক্তির গতিবিধি বিজিবি টহল দলের নিকট সন্ধেহজনক হওয়ায় তার কার্টুনটি তল্লাশী করে কার্টুনের ভিতর অভিনব কায়দায় বহনকৃত ১টি বিদেশী পিস্তল, ৬ রাউন্ড গুলি, ১টি ম্যাগাজিন এবং ৩৭ বোতল ভারতীয় মদ পাওয়া যায়।

উক্ত ঘটনায় চাঁপাইনবাবগঞ্জ জেলার শিবগঞ্জ থানায় আটককৃত’র বিরুদ্ধে মামলা ও মালামাল হস্তান্তরের কার্যক্রম চলমান রয়েছে বলে জানান বিজিবি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *