আজ শুক্রবার, ২০ সেপ্টেম্বর, ২০২৪ ॥ ৫ আশ্বিন, ১৪৩১ ॥ ১৬ রবিউল আউয়াল, ১৪৪৬

ভালুকায় ডাকাতি প্রস্তুতিকালে আন্তঃজেলা ডাকাত দলের তিন সদস্য আটক
গ্রাম বাংলা জাতীয় প্রধান খবর শিরোনাম

ভালুকায় ডাকাতি প্রস্তুতিকালে আন্তঃজেলা ডাকাত দলের তিন সদস্য আটক

প্রতিনিধি: মোঃ জাহাঙ্গীর আলম, স্টাফ রিপোর্টার:
মে ১২, ২০২৪

ময়মনসিংহের ভালুকায় ডাকাতির প্রস্তুতিকালে ডাকাত দলের তিন সদস্যকে গ্রেপ্তার করেছে ভালুকা মডেল থানা পুলিশ। এসময় ডাকাতির কাজে ব্যবহৃত পিকআপ, কাটার, ছুরিসহ দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়।

শুক্রবার (১০ মার্চ) রাতে এসআই মো. আবুল কালাম আজাদের নেতৃত্বে ভালুকা মডেল থানার একদল পুলিশের পরিচালিত অভিযানে তাদের আটক করা হয়। উপজেলার ভান্ডার এলাকায় এসএনএস সিএনজি পাম্পের সামনে একটি পিকআপ গাড়ীতে অবস্থানকালে তাদের গ্রেপ্তার করা হয়। এসময় উপজেলার মেদুয়ারী গ্রামের আ. সালামের ছেলে আ. কাইয়ুম (৩০), বর্তা গ্রামের মৃত আলাল মিয়ার ছেলে মো. শান্ত মিয়া (২৫) ও বিরুনীয়া পশ্চিম পাড়ার মৃত এলাহী শেখের ছেলে আল আমিন শেখ (২৬) কে আটক করতে পারলেও অজ্ঞাত আরো ৫/৬ জন ডাকাত দৌড়ে পালিয়ে যায়। ডাকাতির কাজে ব্যবহৃত ১টি সাদা রংয়ের মাহেদ্র পিকআপ গাড়ী (ঢাকা-মেট্রো-ন-২৩-১৭০২), ২৩ ইঞ্চি লম্বা ১টি ধারালো ছুরি, ১৮ ইঞ্চি লম্বা ১টি ধারালো ছুরি, ৩১ ইঞ্চি ১টি লোহার রড, ২৪ ইঞ্চি লম্বা ১টি নীল রংয়ের লোহার তৈরি হ্যান্ড কাটার, ৪০ হাত লম্বা ১টি রশি উদ্ধার করা হয়।

গ্রেপ্তারকৃত আসামীদের প্রত্যেকের বিরুদ্ধে চুরি, দস্যুতা, ডাকাতি, মাদকসহ একাধিক মামলা রয়েছে। তারা দীর্ঘদিন যাবৎ ময়মনসিংহ, জামালপুর, শেরপুর, কিশোরগঞ্জ এলাকায় চুরি, ডাকাতি সহ বিভিন্ন অপরাধের সাথে জড়িত।

শনিবার (১১ মে) সকালে তাদের আদালতে পাঠিয়েছে পুলিশ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *