
ফুলপুরে শহীদ মাহিনের পরিবারকে জামায়াতের ২লাখ টাকা সহায়তা

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে নিহত ফুলপুরে গাজী
মামুদের ছেলে মাহিনের পরিবারকে দুই লাখ টাকা আর্থিক সহায়তা দিয়েছে বাংলাদেশ জামায়াতে ইসলামী।
বৃহস্পতিবার (২৬ সেপ্টেম্বর) বিকাল ৩ টায় ভাইটকান্দি ইউনিয়নের দ্বারাকপুর দাখিল মাদ্রাসার হলরুমে জামায়াতের পক্ষ থেকে আর্থিক সহায়তার টাকা হস্তান্তর করা হয়।
নিহত মাহিনের পরিবারের পক্ষে সহায়তার নগদ টাকা গ্রহন করেন তার পিতা গাজী মামুদ ।
এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, ময়মনসিংহ জেলা জামায়াতের আমীর মাওলানা মোঃ আব্দুল করিম।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন , ময়মনসিংহ জেলা জামায়াতের সাধারণ সম্পাদক মাওলানা মোঃ মোজাম্মেল হক আকন,ময়মনসিংহ জেলা জামায়াতের সহকারী সেক্রেটারি মোঃ মাহাবুর ফরাজি ,ফুলপুর উপজেলা শাখার জামায়াতের আমীর প্রফেসর গোলাম কিবরিয়া।
এতে ভাইটকান্দি ইউনিয়নের জামাতের সভাপতি মাওলানা মো শাহজাহানের সভাপতিত্বে উপস্থিত ছিলেন ,ফুলপুর উপজেলা জামায়াতের সেক্রেটারি জাকির হোসেন মাষ্টার,পৌরসভা জামায়াতের সেক্রেটারি সিরাজুল ইসলাম, ছনধরা ইউনিয়নের জামায়াতের সভাপতি মোফাচ্ছেল মোকতাদির (সাজ্জাদ), ৬নং পয়ারী ইউনিয়নের জামায়াতের সভাপতি মোঃ মুরাদ হোসেন মাষ্টার প্রমুখ।
অনুষ্ঠান পরিচালনা করেন, ভাইটকান্দি ইউনিয়নের
জামাতের সেক্রেটারি তোফায়েল আলম।
বক্তারা জানান, জামায়াত ঘোষিত কেন্দ্রীয় কমিটির সিদ্ধান্ত হয়েছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে নিহত সকলের পরিবারকে দুই লাখ টাকা করে আর্থিক সহযোগিতা দেওয়া হবে। এরই অংশ হিসেবে গাজী মাহমুদের মাহিনের পরিবারকে এ সহায়তা দেওয়া হয়েছে।