আজ মঙ্গলবার, ৫ আগস্ট, ২০২৫ ॥ ২১ শ্রাবণ, ১৪৩২ ॥ ১০ সফর, ১৪৪৭

শাজাহানপুরের শীর্ষ সন্ত্রাসী টোকাই সাগরসহ ২ সন্ত্রাসী খুন
অন্যান্য

শাজাহানপুরের শীর্ষ সন্ত্রাসী টোকাই সাগরসহ ২ সন্ত্রাসী খুন

প্রতিনিধি: মিজানুর রহমান মিলন, শাজাহানপুর( বগুড়া)
সেপ্টে ২২, ২০২৪

বগুড়ার শাজাহানপুরে নৃ’শং’সভাবে খু’নের শিকার হয়েছেন শীর্ষ স’ন্ত্রা’সী সাগর তালুকদার অরফে টোকাই সাগর (২৯) ও তার সহযোগী স্বপন (২৮)। সাগরের বিরুদ্ধে হ’ত্যা, মাদকসহ হাফ ডজন মামলা রয়েছে। সে শাজাহানপুর উপজেলার শাবরুল হাটখোলা পাড়ার গোলাম মোস্তফা তালুকদারের ছেলে। তার সহযোগী স্বপন একই এলাকার সাইফুল ইসলামের ছেলে।

স্থানীয়রা জানিয়েছেন, রোববার (২২ সেপ্টেম্বর) সন্ধ্যা সোয়া ৬টার দিকে শাবরুল ছোট মন্ডল পাড়া এলাকায় একটি মুরগির খামারের সামনে একদল দু’র্বৃ’ত্ত রামদা, চাপাতি দিয়ে উপর্যুপরি কুপিয়ে সাগর তালুকদার ও তার সহযোগী স্বপনকে খু’ন করে।

এর আগেও শাবরুল বাজারের শিহাব উদ্দিন বাবু এবং প্রভাষক পারভেজ খুনের ঘটনা ঘটে। শাবরুলে সাগর ও তার সহযোগী স্বপন খুনের বিষয়টি নিশ্চিত করেছেন শাজাহানপুর থানার ওসির দায়িত্বে থাকা সেকেন্ড অফিসার ফারুক হোসেন ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *