আজ শুক্রবার, ২০ সেপ্টেম্বর, ২০২৪ ॥ ৫ আশ্বিন, ১৪৩১ ॥ ১৬ রবিউল আউয়াল, ১৪৪৬

ময়মনসিংহ সদর উপজেলায় মতবিনিময় ও বীজ বিতরণ
অন্যান্য

ময়মনসিংহ সদর উপজেলায় মতবিনিময় ও বীজ বিতরণ

প্রতিনিধি: ময়মনসিংহ প্রতিনিধি:
জুলা ৩, ২০২৪

ময়মনসিংহ সদর উপজেলার ঘাগড়া ইউনিয়নের চকনজু গ্রামে কৃষি সম্প্রসারণ অধিদপ্তর সদর ময়মনসিংহ কর্তৃক উদ্বুদ্ধকরণের মাধ্যমে রোপা আমন (ব্রি ধান১০৩) এর বাস্তবায়নের জন্য কৃষকদের সাথে মতবিনিময় ও বীজ বিতরণ করা হয়েছে।

কৃষি সম্প্রসারণ অধিদপ্তর ময়মনসিংহ অঞ্চলের অতিরিক্ত পরিচালক কৃষিবিদ আবু মোঃ এনায়েত উল্লাহ্ প্রধান অতিথির বক্তব্যে বলেন, আমন উৎপাদন বৃদ্ধিতে উন্নত মানের বীজের ব্যবহার নিশ্চিত করার পাশাপাশি, সঠিক সময়ে চারা লাগানো, সুষম সার ব্যবহার এবং ক্লাস্টার আকারে জমি চাষের পরামর্শ প্রদান করেন। এতেকরে গবেষনা প্রতিষ্ঠান্ত প্রাপ্ত ফলনের চেয়েও বেশি ফলন পাওয়ার ব্যপারে আলোকপাত করেন এবং ব্রিধান১০৩ আমন চাষাবাদ ও বীজ সংরক্ষনের কৃষকদের প্রয়োজনীয় পরামর্শ প্রদানের জন্য ময়মনসিংহ সদর উপজেলা কৃষি অফিসের সকল কর্মকর্তাকে নির্দেশ প্রদান করেন।

অনুষ্ঠানে কৃষি সম্প্রসারণ অধিদপ্তর ময়মনসিংহ জেলার উপপরিচালক ড. মোছা: নাছরিন আক্তার বানু অনুষ্ঠানের সভাপতিত্ব করেন। তিনি বলেন ময়মনসিংহ জেলার সদর উপজেলার আমন চাষাবাদ বৃদ্ধিতে মান সম্মত বীজ প্রাপ্তিতে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণকরা হয়েছে েএবং আরো ব্যাপক আকারে কৃষকদের স্বল্প মেয়াদীয় আমন ধানের জাত আবাদ করার জন্য পরামর্শ প্রদান করেন। কৃষি সম্প্রসারণ অধিদপ্তর সব সময় কৃষকের পাশে আছেন এবং থাকবেনে বলে উল্লেখ করেন।

স্বাগত বক্তা হিসেবে বক্তব্য রাখেন ময়মনসিংহ সদর উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ জুবায়রা বেগম সাথী।
এসময়ে ঘাগড়া ইউনিয়নের চকনজু গ্রামে বিনামূল্যে ব্রিধান ১০৩ জাতের ১ মে.টন বীজ কৃষকদের মাঝে বিতরণ করা হয়।

আরো উপস্থিত ছিলেন, কৃষিবিদ মো: আহসান উল্লাহ, অতিরিক্ত কৃষি অফিসার, সদর ময়মনসিংহ, উপসহকারী কৃষি কর্মকর্তা রুহুল্লাহ্ হক, শামছুন্নাহার, অজুফা খাতুন ,কামরুল হাসান খান,মোস্তফা কামাল,সোহেল রানা সহ স্থানীয় জনপ্রতিনিধি প্রমুখ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *