আজ মঙ্গলবার, ৫ আগস্ট, ২০২৫ ॥ ২১ শ্রাবণ, ১৪৩২ ॥ ১০ সফর, ১৪৪৭

টাঙ্গাইলের মধুপুরে অবাধে কাটা হচ্ছে পাহাড়ি লালমাটি
অন্যান্য

টাঙ্গাইলের মধুপুরে অবাধে কাটা হচ্ছে পাহাড়ি লালমাটি

প্রতিনিধি: মধুপুর টাঙ্গাইল প্রতিনিধিঃ
জুন ২৬, ২০২৪

টাঙ্গাইলের মধুপুরের কুড়াগাছা ইউনিয়নের মমিনপুর কাউচিবাজার এলাকায় বেকু বসিয়ে রাতের আঁধারে অবাধে কাটা হচ্ছে পাহাড় অঞ্চলের লাল মাটি। মধুপুরের লাল মাটি আনারস কলা ধান আদা হলুদ পেঁপেসহ নানা কৃষি ফসলের জন্য বিখ্যাত। মাটির উর্বরতা শক্তি বেশি থাকার কারণে এসব ফসল ভালো জন্মে থাকে। উর্বর শক্তি সম্পন্ন মাটির ঐতিহ্য নষ্ট করতে এক শ্রেনীর অসাধু মাটি ব্যবসায়ী ও মাটি খেকোরা তৎপর। তারা অবৈধ ভাবে বেকু (মাটিকাটার যন্ত্র) বসিয়ে মাটি কেটে বিক্রি করে লক্ষ লক্ষ টাকা হাতিয়ে নিচ্ছে। জমজমাট মাটি বানিজ্যে নেমেছে। টপ সয়েল বিক্রি করে দিচ্ছে ইট ভাটাসহ বিভিন্ন স্হানে। মাটি কাটার ফলে টিলা সমতল ভূমিতে পরিণত হচ্ছে। এক শ্রেণির মাটি ব্যবসায়ী স্থানীয় প্রভাবশালীদের ম্যানেজ করে দিন-রাত ওইসব টিলার মাটি ইটভাটায় সরবরাহ করে কোটি কোটি টাকা হাতিয়ে নিচ্ছে। স্থানীয় প্রশাসনের পক্ষ থেকে মাটি কাটা রোধে একাধিক বার ভ্রাম্যমাণ আদালতের অভিযান চালানো হলেও স্থায়ী কোন প্রতিকার হচ্ছেনা। নির্বিচারে পাহাড়ি টিলা কাটায় স্থানীয় পর্যায়ের পরিবেশ ও জীব বৈচিত্র্যে ব্যাপক বিরূপ প্রভাব পড়ছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *