আজ শুক্রবার, ২০ সেপ্টেম্বর, ২০২৪ ॥ ৫ আশ্বিন, ১৪৩১ ॥ ১৬ রবিউল আউয়াল, ১৪৪৬

ফুলপুরে মাদককারবারীদের হামলায় এসআইসহ আহত-৪, আটক-৯
অন্যান্য

ফুলপুরে মাদককারবারীদের হামলায় এসআইসহ আহত-৪, আটক-৯

প্রতিনিধি: মোঃ কামরুল ইসলাম খান
জুন ৪, ২০২৪

ময়মনসিংহের ফুলপুরে মাদক বিরোধী অভিযানে পুলিশের উপর মাদক কারবারীদের হামলা ও আসামী চিনতাইয়ের অভিযোগ পাওয়া গেছে। মাদককারবারীদের হামলা ও মারপিটে ৩ পুলিশ কর্মকর্তা গুরুতর আহত হয়েছে। পরে পুলিশ অভিযান চালিয়ে ৯ জনকে আটক করেছে। রবিবার রাত পৌনে ৯ টার দিকে উপজেলার ছনধরা ইউনিয়নের খারইপার গ্রামের এই ঘটনা ঘটেছে।

জানা যায়, ফুলপুর থানা পুলিশ গোপন সংবাদের ভিত্তিতে ফুলপুর থানার এসআই রবিউল ইসলাম, এসআই বিল্লাল হোসেন ও এএসআই শাহ আলমের নেতৃত্বে পুলিশের একটি দল ফুলপুর উপজেলার ছনধরা ইউনিয়নের খারইপার গ্রামের আক্তার হোসেন ময়না মিয়ার বাড়িতে মাদক বিরোধী অভিযান পরিচালনা করেন এবং মাদকদ্রব্য ৩০০ পিচ ইয়াবাসহ মাদক ব্যবসায়ী মোখলেছুর রহমান স্বপন মিয়া (২৮)সহ অন্যদের আটক করার চেষ্টাকালে মাদক কারবারীরা ও তাদের সহযোগীরা একত্রিত হয়ে দেশীয় অস্ত্র নিয়ে পুলিশের উপর হামলা চালিয়ে গ্রেফতারকৃত আসামী ছিনিয়ে নেয়। মাদককারবারী ও তাদের সহযোগীদের হামলা ও মারপিটে ফুলপুর থানার এসআই রবিউল ইসলাম, এসআই বিল্লাল হোসেন ও এএসআই শাহ আলম গুরুতর আহত হয়। সংবাদ পেয়ে পুলিশের অপর একটি টিম ঘটনাস্থলে উপস্থিত হয়ে এসআই রবিউল ইসলাম, এসআই বিল্লাল হোসেন ও এএসআই শাহ আলমকে উদ্ধার করে ফুলপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রেরণ করেন। এ ঘটনায় পুলিশ অভিযান চালিয়ে, খারইপার গ্রামের আক্তার হোসেন ওরফে ময়নার ছেলে মোঃ সুমন মিয়া (১৯), মৃত ইদ্রীস আলীর ছেলে মোঃ মজিবুর রহমান খোকা (৩৫), হানিফ উদ্দিনের ছেলে মোঃ জাহাঙ্গীর আলম (২০), হারুন অর রশিদের স্ত্রী রুপালী আক্তার (৪০), বিল্লাল হোসেনের স্ত্রী আছিয়া আক্তার (২৩), আক্তার হোসেনের স্ত্রী মোছাঃ ফাতেমা (৪৮), মৃত চান মিয়ার স্ত্রী মোছাঃ হামিদা (৫৫), তারা মিয়ার স্ত্রী নুর জাহান (৪০) ও হানিফ উদ্দিনের স্ত্রী মোছাঃ জায়েদা (৫০)কে গ্রেফতার করেছে। ফুলপুর থানার এসআই সবুজ মিয়া বাদী হয়ে গ্রেফতারকৃতসহ ২২ জনের নাম উল্লেক করে ও অজ্ঞাত ২০/২৫ জনকে আসামী করে থানায় মামলা দায়ের করেছেন। এ বিষয়ে জানতে চাইলে ফুলপুর থানার অফিসার ইনচার্জ মোঃ মাহবুবুর রহমান ঘটনা সত্যতা নিশ্চিত করে বলেন নয়জনকে আটক করে আদালতে প্রেরণ করা হয়েছে বাকি দের ধরার চেষ্টা চলছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *