আজ শুক্রবার, ২০ সেপ্টেম্বর, ২০২৪ ॥ ৫ আশ্বিন, ১৪৩১ ॥ ১৬ রবিউল আউয়াল, ১৪৪৬

খাগড়াছড়িতে মাতৃভাষায় কবিতা পাঠ ও আবৃত্তি অনুষ্ঠান
গ্রাম বাংলা জাতীয় প্রধান খবর শিরোনাম

খাগড়াছড়িতে মাতৃভাষায় কবিতা পাঠ ও আবৃত্তি অনুষ্ঠান

প্রতিনিধি: শারমিন সরকার বৃষ্টি (খাগড়াছড়ি)
ফেব্রু ২৯, ২০২৪

“মাতৃভাষায় সরোবরে বৈচিত্র্যের গান গাই” এই প্রতিপাদ্যকে সামনে রেখে বাংলাদেশ আবৃত্তি শিল্পী সংসদ খাগড়াছড়ি জেলা শাখা’র উদ্যোগে মাতৃভাষায় কবিতা পাঠ ও আবৃত্তি অনুষ্ঠান হয়েছে।

বুধবার (২৮ফেব্রুয়ারি) ৭.০০টায় খাগড়াছড়ি ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর সাংস্কৃতিক ইনস্টিটিউটের অডিটোরিয়ামে এ অনুষ্ঠান হয়। আবৃত্তি শিল্পী প্রতিভা ত্রিপুরার সঞ্চালনায়,বাংলাদেশ আবৃত্তি শিল্পী সংসদের সভাপতি মথুরা বিকাশ ত্রিপুরা’র সভাপতিত্বে

প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন – খাগড়াছড়ি জেলা আওয়ামীলীগের যুগ্ম-সাধারণ সম্পাদক ও
জেলা পরিষদের চেয়ারম্যান মংসুইপ্রু চৌধুরী অপু।

অনুষ্ঠান শুরুতে কবিরা তাদের নিজ নিজ মাতৃভাষায় আবৃত্তি করেন কবিতা।

বিশেষ অতিথি ছিলেন – খাগড়াছড়ি জেলা পরিষদের মূখ্য নির্বাহী কর্মকর্তা সুমন চৌধুরী, সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান মোঃ শানে আলম, জেলা পরিষদের সদস্য নিলোৎপল খীসা, বাংলাদেশ আবৃত্তি সংসদের যুগ্ম সদস্য সচিব বাচিকশিল্পী ফারুক তাহের,
জেলা পরিষদের জনসংযোগ কর্মকর্তা ও বাংলাদেশ আবৃত্তিশিল্পী সংসদ খাগড়াছড়ি জেলা শাখার সাধারণ সম্পাদক চিংলামং চৌধুরী, ক্ষুদ্র নৃগোষ্ঠীর সাংস্কৃতিক ইনস্টিটিউটের উপ-পরিচালক জীতেন চাকমা, খাগড়াছড়ি উচ্চ বিদ্যালয়ের প্রাক্তন প্রধান শিক্ষক শ্রীলা তালুকদার,জেলা শিল্পকলা একাডেমি’র কালচারাল অফিসার নাহিদ নাজিয়া, খাগড়াছড়ি সাংবাদিক ইউনিয়নের সভাপতি প্রদীপ চৌধুরীসহ বিভিন্ন আবৃত্তি শিল্পী ও অতিথিরা অংশনেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *