আজ রবিবার, ৩ আগস্ট, ২০২৫ ॥ ১৯ শ্রাবণ, ১৪৩২ ॥ ৮ সফর, ১৪৪৭

নারীদের কোনো বিশেষ পোশাক পরতে বাধ্য করা হবে না; শেরপুরে হাফেজ রাশেদুল ইসলাম
অন্যান্য গ্রাম বাংলা প্রধান খবর শিরোনাম

নারীদের কোনো বিশেষ পোশাক পরতে বাধ্য করা হবে না; শেরপুরে হাফেজ রাশেদুল ইসলাম

প্রতিনিধি: এনামুল হক,শেরপুরঃ
ডিসে ২৮, ২০২৪

নারীর স্বাধীনতা হরণ ও তাদের কোনো বিশেষ পোশাক পরতে বাধ্য করা হবে না, ‘আমরা এমন একটি দেশ গঠন করতে চাই, যেখানে আমাদের মা-বোনেরা ঘরে যেমন সুরক্ষিত থাকবে, কর্মস্থলেও সুরক্ষা পাবেন, এমনকি রাস্তাঘাটেও সুরক্ষিত থাকবেন। তাদের দিকে কোনো খারাপ লোক চোখ তুলে তাকানোর ফুরসত পাবে না। তারা ইজ্জতের সাথে পূর্ণ মর্যাদার নিয়ে দেশের উন্নয়নে ভূমিকা রাখবেন।’

শুক্রবার ২৭ ডিসেম্বর শেরপুর জেলা শহরের থানার মোড়রস্থ হোটেল ‘আয়সার ইন’ এ সাংবাদিকদের সাথে মতবিনিময় কালে এসব মন্তব্য করেন, বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির কেন্দ্রীয় কমিটির সাবেক সভাপতি হাফেজ রাশেদুল ইসলাম।

বাংলাদেশ জামায়াতে ইসলামী শেরপুর জেলা শাখার আমীর মাওলানা হাফিজুর রহমান’র সভাপতিত্বে ও প্রচার বিভাগের দায়িত্বশীল সদস্য গোলাম কিবরিয়ার সঞ্চালনায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন জেলা জামায়াতের সাবেক সাধারণ সম্পাদক হাফেজ মাওলানা আব্দুল বাতেন, শহর জামায়াতের আমীর মাওলানা নুরুল আমীন, শেরপুর প্রেসক্লাব’র ভারপ্রাপ্ত সভাপতি এসএম শহিদুল ইসলাম, সাধারণ সম্পাদক আদিল মাহমুদ উজ্জ্বল প্রমূখ। এসময় জামায়াতের বিভিন্ন স্তরের নেতৃবৃন্দ ও শেরপুরে কর্মরত সাংবাদিকগণ উপস্থিত ছিলেন।

পরে শেরপুরের উন্নয়ন ও সম-সাময়িক বিভিন্ন বিষয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাব দেন বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির কেন্দ্রীয় কমিটির সাবেক সভাপতি,শেরপুর-১ সদর আসনে জামাতের মনোনীত প্রার্থী হাফেজ রাশেদুল ইসলাম। এসময় শেরপুরের উন্নয়নকে তরান্বিত করতে সাংবাদিক সহ সকলের সহযোগিতা কামনা করেন তিনি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *