আজ রবিবার, ৩ আগস্ট, ২০২৫ ॥ ১৯ শ্রাবণ, ১৪৩২ ॥ ৮ সফর, ১৪৪৭

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে সদস্যরা অংশগ্রহণ করায় রূপগঞ্জে সামাজিক সংগঠন কার্যালয়ে আগুন
অন্যান্য গ্রাম বাংলা প্রধান খবর শিরোনাম

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে সদস্যরা অংশগ্রহণ করায় রূপগঞ্জে সামাজিক সংগঠন কার্যালয়ে আগুন

প্রতিনিধি: রূপগঞ্জ প্রতিনিধি :
ডিসে ২৮, ২০২৪

রূপগঞ্জ উপজেলার বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে জড়িত শিক্ষার্থীদের তৈরি করা প্রগতি এসোসিয়েশন বাংলাদেশের(পিএবি) কার্যালয় আগুনে ভষ্মীভূত হয়েছে। গতকাল ২৮ডিসেম্বর শনিবার ভোররাতে দুর্বৃত্তরা মুড়াপাড়া ইউনিয়নের মঙ্গলখালী এলাকায় অবস্থিত এ অফিসে আগুন দেয়। আগুনে অফিসের চেয়ার, টেবিল, ডেক্স, কম্পিউটার, সিলিং ফ্যান, প্রয়োজনীয় নথিপত্র ও নগদ ১৫হাজার টাকাসহ তিন লক্ষাধিক টাকার ক্ষয়ক্ষতি হয়। এ ব্যাপারে এসোসিয়েশনের সাধারণ সম্পাদক ও নারায়ণগঞ্জ সরকারি তোলারাম কলেজের শিক্ষার্থী সারোয়ার হোসেন বাদী হয়ে রূপগঞ্জ থানায় সাধারণ ডায়েরি করেছেন।
রূপগঞ্জ উপজেলার প্রগতি এসোসিয়েশন বাংলাদেশের(পিএবি) সভাপতি জিজান মোল্লা বলেন, ২০২৪সালের ১জুন বিভিন্ন কলেজ ও বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের নিয়ে সংগঠনটি প্রতিষ্ঠিত হয়। বৈষম্যবিরোধী আন্দোলনে এ সংগঠনের সকলেই অংশ নেয়। প্রগতির সদস্যরা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের রূপগঞ্জের অধিকাংশ কর্মসূচি বাস্তবায়ন করে। এছাড়া তারা ঢাকার বিভিন্ন কর্মসূচিতে অংশ নেয়। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের প্রতিপক্ষ দুর্বৃত্তরা এখানে আগুন দেয়। অফিসের পেছন দিক থেকে আগুনের সূত্রপাত ঘটে। আগুনে আসববাপত্রসহ কার্যালয়টি সম্পূর্ন ভষ্মীভূত হয়। আশপাশের লোকজন এক ঘন্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে।
নারায়ণগঞ্জ জেলা সহকারী পুলিশ সুপার মেহেদী ইসলাম বলেন, পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। আগুনের সূত্রপাত খতিয়ে দেখা হচ্ছে। সুষ্ঠু তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *