আজ শুক্রবার, ২০ সেপ্টেম্বর, ২০২৪ ॥ ৫ আশ্বিন, ১৪৩১ ॥ ১৬ রবিউল আউয়াল, ১৪৪৬

মধুপুরে জাতীয় সংসদ নির্বাচনে ভোটগ্রহণ কর্মকর্তাগণের প্রশিক্ষণ
গ্রাম বাংলা প্রধান খবর শিরোনাম

মধুপুরে জাতীয় সংসদ নির্বাচনে ভোটগ্রহণ কর্মকর্তাগণের প্রশিক্ষণ

প্রতিনিধি: আঃ হামিদ মধুপুর টাঙ্গাইল:
ডিসে ২০, ২০২৩

টাঙ্গাইলের মধুপুরে জাতীয় সংসদ নির্বাচনে ভোটগ্রহণ কর্মকর্তাগণের প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।
নির্বাচন প্রশিক্ষণ ইনস্টিটিউট (ইটিআই) আগারগাঁও ঢাকা এর আয়োজনে বুধবার সকালে উপজেলা পরিষদর হল রুমে উপজেলা নির্বাহী অফিসার ও সহকারী রিটার্নিং অফিসার মোহাম্মদ সাদিকুর রহমান সবুজ এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন টাঙ্গাইলের জেলা প্রশাসক ও রিটার্নিং অফিসার মোহাম্মদ কায়ছারুল ইসলাম। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন টাঙ্গাইল জেলা পুলিশ সুপার সরকার মোহাম্মদ কায়ছার, ময়মনসিংহ আঞ্চলিক সিনিয়র নির্বাচন কর্মকর্তা বেলায়েত হোসেন চৌধুরী, টাঙ্গাইল জেলা সিনিয়র নির্বাচন কর্মকর্তা মতিয়ুর রহমান প্রমুখ।
এসময় উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার ভূমি মো. জাকির হোসাইন, মধুপুর থানা অফিসার ইনচার্জ মোল্লা আজিজুর রহমান সহ সরকারি কর্মকর্তা গন।
কর্মশালায় দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের আচরণ বিধি, আইনশৃঙ্খলা, প্রিজাইডিং কর্মকর্তাদের দায়িত্ব পালন নিয়ে আলোচনা করা হয়।নির্বাচন অবাদ ও সুষ্ঠু করার লক্ষে প্রিজাইডিং কর্মকর্তাদের যথাযথ ভাবে দ্বায়িত্ব পালনের উপর গুরুত্ব আরোপ করা হয়।
উক্ত কর্মশালায় ভোটগ্রহণ কর্মকর্তা ছাড়াও সরকারি কর্মকর্তা, সাংবাদিক, বিভিন্ন শ্রেনী পেশার প্রতিনিধিগন উপস্থিত ছিলেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *