আজ শনিবার, ২ আগস্ট, ২০২৫ ॥ ১৮ শ্রাবণ, ১৪৩২ ॥ ৭ সফর, ১৪৪৭

রূপগঞ্জে ব্যবসায়ীর জমি  জোর পূর্বক দখলের চেষ্টা বাধাঁ দেওয়ায় জীবন নাশের হুমকি
অন্যান্য গ্রাম বাংলা প্রধান খবর শিরোনাম

রূপগঞ্জে ব্যবসায়ীর জমি  জোর পূর্বক দখলের চেষ্টা বাধাঁ দেওয়ায় জীবন নাশের হুমকি

প্রতিনিধি: রূপগঞ্জ প্রতিনিধি :
জানু ১০, ২০২৫

নারায়ণগঞ্জের রূপগঞ্জে সন্ত্রাসী দিয়ে অস্ত্রের মহড়ায় আরমান মোল্লা নামে এক ব্যবসায়ীর জমি অবৈধভাবে দখল করে পাকা স্থাপনা নির্মাণের অভিযোগ পাওয়া গেছে। বুধবার দুপুরে আরমান মোল্লা বাদী হয়ে রূপগঞ্জ থানায় একটি অভিযোগ দেন। এর আগে, বুধবার সকালে উপজেলার রূপগঞ্জ ইউনিয়নের টেকনোয়াদ্দা এলাকায় এ ঘটনা ঘটে।
আরমান মোল্লা জানান, তিনি উপজেলার টেকনোয়াদ্দা এলাকায় আড়াই শতাংশ জমি ক্রয় করে দীর্ঘদিন ধরে ভোগ দখলে আছেন। তার জমির পাশেই ইসরাহিল নামে এক ব্যক্তির জমি রয়েছে। গত বেশকিছুদিন ধরেই ইসরাহিল তার সন্ত্রাসী বাহিনী নিয়ে আরমান মোল্লার জমি দখলের পায়তারা করে আসছিল।   বুধবার সকাল সাড়ে ৮ টার দিকে ইসরাহিলসহ ৮/১০ জন সন্ত্রাসী মিলে তার জমি দখল করে পাকাঁ স্থাপনা নির্মাণ করতে থাকে। পরে খবর পেয়ে আরমান মোল্লা এলাকার লোকজন নিয়ে বাঁধা প্রদান করতে যায়। এসময় ইসরাহিল ও তার সন্ত্রাসীরা মিলে আরমান মোল্লাকে জবাই করে শীতলক্ষ্যা ভাসিয়ে দিবে হুমকি ধামকি প্রদান করে। ইসরাহিল তার সন্ত্রাসী বাহিনী দিয়ে এলাকায় আতঙ্ক সৃষ্টি করে এখনো জমিতে এখনো নির্মাণ কাজ চালাচ্ছে।
এ ব্যাপারে অভিযুক্ত ইসরাহিলের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি তার বিরুদ্ধে আনীত অভিযোগ মিথ্যে বলে দাবি করে।
এ ব্যাপারে রূপগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) লিয়াকত আলী বলেন, এ ধরনের অভিযোগ পেয়েছি। তদন্ত মোতাবেক ব্যবস্থা নেওয়া হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *