আজ শনিবার, ২ আগস্ট, ২০২৫ ॥ ১৮ শ্রাবণ, ১৪৩২ ॥ ৭ সফর, ১৪৪৭

বগুড়াবাসীকে ২০২৫ ইংরেজি নববর্ষের শুভেচ্ছা জানিয়েছেন সাংবাদিক মিজানুর রহমান মিলন
গ্রাম বাংলা জাতীয় প্রধান খবর শিরোনাম

বগুড়াবাসীকে ২০২৫ ইংরেজি নববর্ষের শুভেচ্ছা জানিয়েছেন সাংবাদিক মিজানুর রহমান মিলন

প্রতিনিধি: প্রবাহ বার্তা প্রতিবেদক:
ডিসে ৩১, ২০২৪

বগুড়া সহ দেশবাসীকে নববর্ষ ২০২৫ ইং, নতুন বছরের শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন আমাদের বগুড়া জেলা প্রতিনিধি- সাংবাদিক মিজানুর রহমান মিলন, তিনি তাঁর শুভেচ্ছা বার্তায় বলেন, প্রবাহমান স্রোতের মতো বয়ে চলেছে আমাদের জীবন এক এক করে জীবন থেকে খসে পড়েছে মূল্যবান একটি বছর,চিরায়িত নিয়মে পাল্টে যাচ্ছে ক্যালেন্ডার। Happy New Year 2025। সুখের স্মৃতি রেখে মনে দুঃখের স্মৃতি যেও ভুলে,মিশে থেকো আপন জনে, মান অভিমান সব ভুলে আশার প্রদীপ রেখো জেলে হাজার সূর্য সবার চোখে, সবাই মিলেমিশে থাকবো সুখে। ২০২৪ সালকে বিদায় জানিয়ে নতুন করে নতুন বছর ২০২৫ সালকে স্বাগত জানায়, সকলকে উদ্দেশ্যেকরে তিনি বলেন, আসুন আমরা চেষ্টা করি পুরোনো বছরের সকল দুঃখ- কষ্ট দুর্দশা কে ভুলে গিয়ে আজকে নতুন বছর নতুন দিনে আমাদের নিজের পরিবারের ও দেশবাসীর সকল পরিবারের সাথে, একসাথে নতুন বছরকে বরণ করি।তবুও ২০২৪ সালকে বিদায় জানিয়ে নতুন বছর ২০২৫ সালকে আমরা সবাই স্বাগত জানাই। ২০২৫ সাল নতুন করে নিয়ে আসতে পারে আমার আপনাদের জীবনের সকল সুখ ও আনন্দ। আসুন আমরা যেখানেই থাকি দেশের সরকারের আইন মেনে চলি, মহান আল্লাহর দেয়া বিধান মতো জীবন পরিচালনা করার চেষ্টা করি। আবারো সবাইকে নতুন ইংরেজি বছরের শুভেচ্ছা ও অভিনন্দন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *