আজ সোমবার, ৪ আগস্ট, ২০২৫ ॥ ২০ শ্রাবণ, ১৪৩২ ॥ ৯ সফর, ১৪৪৭

সাঁথিয়া বোয়াইলমারী বাজারে তিন ব্যবসায়ীর জরিমানা
অন্যান্য গ্রাম বাংলা প্রধান খবর শিরোনাম

সাঁথিয়া বোয়াইলমারী বাজারে তিন ব্যবসায়ীর জরিমানা

প্রতিনিধি: শামীম আহমেদ পাবনা জেলা প্রতিনিধি:
নভে ৫, ২০২৪

পাবনার সাঁথিয়া বোয়াইলমারী বাজার মনিটরিং ও মোবাইল কোর্ট পরিচালনাকালে তিনজন ব্যবসায়ীকে ২ হাজার টাকা, ৫০০০ টাকা, ও ১৯৫০ টাকা করে জরিমানা করা হয়েছে।

সোমবার (৪ নভেম্বর) দুপুরে উপজেলা বোয়াইলমারী বাজার মনিটরিংকালে ওই ব্যবসায়ীদের জরিমানা করেন ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিষ্ট্রেট ও সাঁথিয়া উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মো: জাহিদুল ইসলাম । মো: জাহিদুল ইসলাম জানান, সোমবার দুপুরে সাঁথিয়া উপজেলার বোয়াইলমারী বাজার মনিটরিং ও মোবাইল কোর্ট পরিচালনা করা
হয়। এসময় নিত্যপ্রয়োজনীয় পণ্যের মূল্যতালিকা সংরক্ষণ না রাখায় ৫০০০হাজার টাকা জরিমানা ও হোটেলে অস্বাস্হ্যকর পরিবেশে খাবার রাখার দায়ী ২হাজার টাকা জরিমানা জাটকা ইলিশ মাছ বিক্রি করায় মৎস্য সংরক্ষণ আইনে ১৯৫০ টাকা জরিমানা করা হয় এতে সর্বমোট ১২০০০হাজার টাকা জরিমানা করা হয়, বাজারের তিন বিক্রেতাকে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন মোতাবেক ৫০০০টাকা ২হাজার টাকা ও ১৯৫০ টাকা করে মোট ১২ হাজার টাকা জরিমানা করা হয়েছে। অভিযান পরিচালনাকালে সাঁথিয়া থানা পুলিশ উপস্থিত থেকে মোবাইল কোর্টকে সহযোগিতা করেছেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *