আজ রবিবার, ৩ আগস্ট, ২০২৫ ॥ ১৯ শ্রাবণ, ১৪৩২ ॥ ৮ সফর, ১৪৪৭

কাজিরহাট-আরিচা নৌরুটে ফেরি চলাচল বন্ধ।
অন্যান্য গ্রাম বাংলা প্রধান খবর শিরোনাম

কাজিরহাট-আরিচা নৌরুটে ফেরি চলাচল বন্ধ।

প্রতিনিধি: শামীম আহমেদ পাবনা জেলা প্রতিনিধি:
নভে ৩, ২০২৪

যমুনা নদীতে নাব্যতা সংকটের কারণে কাজীরহাট-আরিচা নৌরুটে ফেরি চলাচল বন্ধ রয়েছে। গত শুক্রবার রাত ৯টা থেকে বেড়া উপজেলার কাজীরহাট ঘাট থেকে মানিকগঞ্জের শিবালয়ের আরিচা রুটে ফেরি চলাচল বন্ধ রয়েছে। এতে কাজীরহাট ঘাট এলাকায় দীর্ঘ ৪ কিলোমিটার প্রায় দুইশ পণ্যবাহী ট্রাকের যানজটের সৃষ্টি হয়েছে। বিপাকে পড়েছেন যাত্রী ও পরিবহন চালকরা।
তবে সংকট নিরসনে বিআইডব্লিউটিএ কতৃর্পক্ষ ড্রেজিংয়ের কাজ শুরু করেছে বলে জানা গেছে। বিষয়টি নিশ্চিত করেছেন বিআইডব্লিউটিসি এর কাজিরহাট ঘাটের সহকারী ব্যবস্থাপক ফখরুজ্জামান। তিনি বলেন, গত শুক্রবার দিবাগত রাত ৯ টা থেকে এই রুটে ফেরি চলাচল বন্ধ রয়েছে। নাব্যতা সংকটে প্রতিবছর এই সময়ে এমনটি হয়। এবছরও নদীতে পানি হ্রাস অব্যাহত থাকায় ফেরি চলাচলের চ্যানেলটি আরো সুরু হয়ে যায়। গত এক সপ্তাহ ধরে ফেরিগুলো হাফলোড নিয়ে চলাচল করার পরও বিভিন্ন সময় চরে আটকে পড়ছে ফেরি। এরপরও ফেরি কর্তৃপক্ষ হাফলোড নিয়ে অনেক ঝুঁকিপূর্ণ অবস্থায় ফেরি সার্ভিস চালু রাখে। শুক্রবার বিকেলে খান জাহান আলী আটকে যায়। এরপর রাতে ফেরার সময় আবার আটকে পড়লেও খান জাহান আলী ও শাহ আলী কাজিরহাট ঘাটে এসে আর ফিরতে পারেনি। এরপর থেকেই চলাচল বন্ধ রয়েছে। তবে কবে থেকে পুরোপুরি ফেরি চলাচল হতে পারে এ বিষয়ে সঠিক সময় বলতে পারেন নি তিনি।
স্থানীয়রা জানান, এসময় মাঝে মাঝেই ফেরি আটকে যায়। এতে আরিচা কাজীরহাটের দুই পাড়ে পণ্যবাহী গাড়ির লাইন পড়ে যায়। সৃষ্টি হয় যানজটের। কাজীরহাট-আরিচা নৌরুটে আগষ্ট মাস থেকেই নদীপথে ফেরি প্রায় সময় আটকা পড়ে। কয়েক জায়গায় ড্রেজিং করলেও ভোগান্তি তেমন একটা কমেনি। অনেক সময় ড্রেজিংয়ের কারণে ফেরি চলাচল ঘণ্টার পর ঘণ্টা বন্ধ থাকে। ভোগান্তির শেষ নেই।
ট্রাক চালক মনির মিয়া বলেন, ফেরি বন্ধ থাকায় কাল রাত থেকে ঘাটে আটকে আছি। ঘাটে এমনিতেই ফেরি কম। এরমধ্যে মাঝে মাঝেই নদীতে ফেরি আটকা পড়ে। ফলে পারাপারে সময় বেশি লাগছে। ভোগান্তি থেকে রেহাই নেই।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *