আজ রবিবার, ৩ আগস্ট, ২০২৫ ॥ ১৯ শ্রাবণ, ১৪৩২ ॥ ৮ সফর, ১৪৪৭

রূপগঞ্জের সন্ত্রাস চাঁদাবাজি মাদকের বিরুদ্ধে যুবদলের সমাবেশ
অন্যান্য গ্রাম বাংলা শিরোনাম

রূপগঞ্জের সন্ত্রাস চাঁদাবাজি মাদকের বিরুদ্ধে যুবদলের সমাবেশ

প্রতিনিধি: রূপগঞ্জ (নারায়ণগঞ্জ) প্রতিনিধি: 
অক্টো ২৭, ২০২৪


নারায়ণগঞ্জের রূপগঞ্জে মাদক, সন্ত্রাস, চাঁদাবাজ ও নৈরাজ্যের বিরুদ্ধে যুবদলের সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। গত ২৬ অক্টোবর শনিবার উপজেলার ইছাখালী এলাকায় এ সমাবেশ হয়। কায়েতপাড়া ইউনিয়ন যুবদলের আয়োজিত সমাবেশে সভাপতিত্ব করেন কায়েতপাড়া ইউনিয়ন যুবদলের সভাপতি কামাল নাসের। কায়েতপাড়া ইউনিয়ন যুবদলের সাধারণ সম্পাদক মামুন আহমেদের সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন কায়েতপাড়া ইউনিয়ন বিএনপি সভাপতি হাজী সেলিম ভুইয়া, রূপগঞ্জ উপজেলা যুবদলের সদস্য সচিব নুর হাসান বাবুল, উপজেলা বিএনপির সহ দপ্তর সম্পাদক আব্দুল্লাহ আল মামুন নয়ন, কায়েতপাড়া ইউনিয়ন যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক আবু কবর সিদ্দিক, কায়েতপাড়া ইউনিয়নের ৫নং ওয়ার্ড যুবদলের সভাপতি আকতার হোসেন, সাধারণ সম্পাদক তারেক মিয়া,৩ নং ওয়ার্ড ইউপি সভাপতি নুর হোসেন,৩নং ওয়ার্ড যুবদেলের যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুস সাত্তার,বিএনপি নেতা তারা মিয়া,রিয়াজ খা, ইসরাফিল সহ আরো অনেকে।
সভায় বক্তারা বলেন, বিগত দিনে আওয়ামী সন্ত্রাসীরা এ কায়েতপাড়ায় নিরীহ মানুষের উপর অনেক নির্যাতন ও অত্যাচার করেছে। সাধারণ মানুষের বাড়ি ঘর ও ব্যবসা প্রতিষ্ঠানে লুটপাট চালিয়েছে। দেশ নায়ক তারেক রহমানের নির্দেশে দিপু ভুইয়ার নেতৃত্বে এসকল মাদক, সন্ত্রাস, চাঁদাবাজি ও লুটতরাজ নির্মূল করতে হবে। সবাই ঐক্যবদ্ধভাবে চাঁদাবাজ, সন্ত্রাস, ও ভূমিদস্যুদের বিরুদ্ধে রুখে দাঁড়াতে হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *