আজ সোমবার, ৪ আগস্ট, ২০২৫ ॥ ২০ শ্রাবণ, ১৪৩২ ॥ ৯ সফর, ১৪৪৭

ময়মনসিংহে প্রবীন সাংবাদিক স্বপন ভদ্র’এর হত্যাকারী সাগর’কে গ্রেফতার
অন্যান্য গ্রাম বাংলা জাতীয় প্রধান খবর শিরোনাম

ময়মনসিংহে প্রবীন সাংবাদিক স্বপন ভদ্র’এর হত্যাকারী সাগর’কে গ্রেফতার

প্রতিনিধি: গোলাম কিবরিয়া পলাশ, ব্যুরো চিফ, ময়মনসিংহঃ
অক্টো ১২, ২০২৪

ময়মনসিংহ নগরের শম্ভুগঞ্জ বাইদ্যাপাড়ার সাংবাদিক ও তারাকান্দা প্রেসক্লাবের সহ-সভাপতি স্বপন ভদ্র কে বেলা ১১টায় মাদক ব্যবসায়ী সাগর কুপিয়ে হত্যা করে।

শনিবার (১২ অক্টোবর) সকাল অনুমান ১১’টায় শম্ভুগঞ্জ বাইদ্যাপাড়া চা স্টলে বসে চা খাচ্ছিলেন স্বপন কুমার ভদ্র। আকষ্মিক ভাবে সন্ত্রাসীরা তাকে দা দিয়ে এলোপাথারি ভাবে কুপিয়ে রক্তাক্ত জখম করে পালিয়ে যায়। স্থানীয় জনসাধারণ তাকে তাৎক্ষণিক হাসপাতালে নিয়ে গেলে কর্মরত চিকিৎসক সাংবাদিক স্বপন কুমার ভদ্রকে মৃত ঘোষণা করেন।

নিহত প্রবীন সাংবাদিক স্বপন কুমার ভদ্র ময়মনসিংহ সদর উপজেলার শম্ভুগঞ্জ মাঝিপাড়ার স্থায়ী বাসিন্দা। তিনি ময়মনসিংহ বিভাগীয় সাংবাদিক ইউনিয়নের সহ সভাপতি, ময়মনসিংহ চরাঞ্চল মডেল প্রেসক্লাব এর সভাপতি হিসাবে দায়িত্ব পালন করে আসছিলেন। তিনি দৈনিক আজকের খবর, মাটি ও মানুষ প্রতিকায় কাজ করছেন। বর্তমানে দৈনিক স্বজন পত্রিকায় কর্মরত ছিলেন।

এ ঘটনার পরপরই ময়মনসিংহ জেলা পুলিশ সুপার আজিজুল ইসলাম ও কোতোয়ালী মডেল থানার ওসি ঘটনাস্থল পরিদর্শন করেন। গৌরীপুর থানার ওসি মির্জা মাজাহারুল ইসলাম ও কোতোয়ালী মডেল থানার সেকেন্ড অফিসার আনোয়ার হোসেনের যৌথ অভিযানে হত্যার ঘটনার ৪ ঘন্টার মাঝেই হত্যাকারী সাগর’কে গ্রেফতার করে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *