আজ সোমবার, ৪ আগস্ট, ২০২৫ ॥ ২০ শ্রাবণ, ১৪৩২ ॥ ৯ সফর, ১৪৪৭

মুক্তাগাছা পৌরসভার সাবেক মেয়র বিল্লাল কে আটক করেছে র‍্যাব-১৪
অন্যান্য জাতীয় প্রধান খবর শিরোনাম

মুক্তাগাছা পৌরসভার সাবেক মেয়র বিল্লাল কে আটক করেছে র‍্যাব-১৪

প্রতিনিধি: গোলাম কিবরিয়া পলাশ, ময়মনসিংহঃ
অক্টো ৯, ২০২৪

র‍্যাব তার প্রতিষ্ঠালগ্ন থেকে জঙ্গি ও সন্ত্রাস, মাদক, অস্ত্র, অপহরণ, হত্যা, নারী নির্যাতন ও ধর্ষণসহ বিভিন্ন অবৈধ কর্মকান্ডের বিরুদ্ধে আপোষহীন অবস্থানে থেকে কাজ করে যাচ্ছে যা দেশের সর্বস্তরের জনসাধারণ কর্তৃক ইতোমধ্যেই বিশেষভাবে প্রশংসিত হয়েছে। র‍্যাব-১৪, ময়মনসিংহ তার দায়িত্বপূর্ণ এলাকায় অত্যন্ত পেশাদারিত্বের সাথে চাঞ্চল্যকর অপরাধে জড়িত ব্যক্তিদের গ্রেফতার করে আইনের আওতায় এনে সমাজ তথা দেশকে নিরাপদ রাখতে নিয়মিত অভিযান পরিচালনা করে আসছে।

মুক্তাগাছা পৌরসভার সাবেক মেয়র বিল্লাল হোসেন সরকার(৫৮), পিতা-মৃত গিয়াসউদ্দিন সরকার, গ্রাম-মনিরাবাড়ি, থানা- মুক্তাগাছা, জেলা-ময়মনসিংহ দখলদারিত্ব, চাঁদাবাজি, হত্যা, দূর্নীতি, ঘুষ সহ নানান অভিযোগে একাধিক মামলায় পলাতক ছিলেন। উক্ত পলাতক আসামীকে আইনের আওতায় আনতে র‌্যাব গোয়েন্দা নজরদারি বৃদ্ধি করে। গোপন তথ্যের ভিত্তিতে পলাতক আসামী বিল্লাল হোসেন সরকার এর অবস্থান নিশ্চিত করে র‌্যাব। এরই ধারাবাহিকতায় অদ্য ০৮/১০/২০২৪খ্রি. তারিখে র‌্যাব এর একটি আভিযানিক দল ডিএমপি ঢাকার ভাটারা থানাধীন বসুন্ধরা আবাসিক এলাকা হতে মুক্তাগাছা থানার একাধিক মামলার পলাতক আসামী বিল্লাল হোসেন সরকার’কে গ্রেফতার করেন।

গ্রেফতারকৃত আসামীর বিরুদ্ধে উল্লেখযোগ্য মামলাসমূহ
১)মুক্তাগাছা থানার এফআইআর-৫, তারিখ-০৮/১০/২০২৪খ্রি.।
২)মুক্তাগাছা থানার এফআইআর-৪, তারিখ-০৭/১০/২০২৪খ্রি. ধারা-১৪৩/৩৪১/৩২৩/৪২৭/৫০৬/৩৪ পেনাল কোড ১৮৬০; তৎসহ ১৫(৩)/২৫উ The Special Powers Act ১৯৭৪;
৩) মুক্তাগাছা থানার এফআইআর-১৫, তারিখ-৩০/০৮/২০২৪খ্রি. ধারা-১৫(৩)/২৫উ The Special Powers Act ১৯৭৪;
৪) মুক্তাগাছা থানার এফআইআর-১৪, তারিখ-৩০/০৮/২০২৪খ্রি. ধারা-১৫(৩)/২৫উ The Special Powers Act ১৯৭৪ তৎসহ ১৪৩/৪৪৭/৪৪৮/৫০০/৪৩৫/৪২৭ পেনাল কোড ১৮৬০;
৫) ময়মনসিংহ কোতোয়ালী থানার মামলা নং-৪০, তারিখ-২৪/০৭/২০২৪খ্রি.;
৬) মুক্তাগাছা থানার এফআইআর-২/৬৯, তারিখ-০৪/০৩/২০২০খ্রি. ধারা-২৫(২)/২৯(১)/৩১(২) ডিজিটাল নিরাপত্তা আইন ২০১৮;
৭) মুক্তাগাছা থানার এফআইআর-০৭, তারিখ-০৬/০৩/২০১৪খ্রি. ধারা-৩০৭/৪২৭ পেনাল কোড ১৮৬০;
৮) মুক্তাগাছা থানার এফআইআর-০৬, তারিখ-১৪/১১/২০০৯খ্রি. ধারা-৪৫৭/৩৮০ পেনাল কোড ১৮৬০;

ধৃত আসামী বিল্লাল হোসেন সরকার’কে ময়মনসিংহ জেলার মুক্তাগাছা থানায় হস্তান্তর করা হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *