
তারাকান্দার ঢাকিরকান্দায় ওএমএস এর চাল বিতরণ

ময়মনসিংহের তারাকান্দা উপজেলার ঢাকিরকান্দা বাজারে খাদ্যবান্ধব কর্মসূচির (ওএমএস) এর চাল বিতরণ করা হয়েছে। গতকাল (৭ অক্টোবর) সোমবার সকাল থেকে সুষ্ঠ ও সুশৃঙ্খল ভাবে অসহায় হতদরিদ্র পরিবারের কার্ডধারীদের মাঝে ৩০কেজি করে চাল বিতরণ করা হয়। প্রতিটি কার্ডধারী মানুষজন চাল পেয়ে খুশি।
জানা গেছে, ঢাকিরকান্দা এলাকার ৫২৮ টি কার্ডধারীদের মাঝে খাদ্যবান্ধব কর্মসূচির (ওএমএস) এর ৩০ কেজি করে চাল বিতরণ করা হয়। এ চাল বিতরণ হবে আরো দুইদিন। আগামী বুধবার বিকেল পর্যন্ত বিতরণ করা হবে বলে জানান কর্তৃপক্ষ।
খাদ্যবান্ধব কর্মসূচির (ওএমএস) এর চাল বিতরণ কার্যক্রম সুষ্ঠ ভাবে কার্ডধারীদের মাঝে সঠিকভাবে তুলে দিচ্ছেন মেসার্স ঢাকিরকান্দা এন্টারপ্রাইজ এর প্রোপাইটর জিয়াউল হক জিয়া।
এ সময় উপস্থিত ছিলেন ফরহাদ হোসেন আকন্দ, খালেদ রায়হান, রুবেল আহমেদ ফরাজী, আল আরাফাত সুমন, হাসান মাহমুদ, জাকিরুল ইসলাম, শরীফুল ইসলাম আন্নাছ, শাফরুল হাসান বিজয়, সাজ্জাদ হোসেন, মাছুম, হামীম, সাগর, পাষান, মান্জির, আমছর প্রমূখ।