আজ সোমবার, ৪ আগস্ট, ২০২৫ ॥ ২০ শ্রাবণ, ১৪৩২ ॥ ৯ সফর, ১৪৪৭

নৈতিকতায় বলীয়ান এর জন্যই ছাত্রদের এ বিজয় -প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের উপদেষ্টা
অন্যান্য জাতীয় প্রধান খবর শিরোনাম

নৈতিকতায় বলীয়ান এর জন্যই ছাত্রদের এ বিজয় -প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের উপদেষ্টা

প্রতিনিধি: গোলাম কিবরিয়া পলাশ, ময়মনসিংহঃ
অক্টো ৮, ২০২৪

ছাত্ররা একটা সাধারণ আন্দোলনকে গণ-আন্দোলনে রূপ দিতে পেরেছে নৈতিকতার জন্য। ততদিন তোমরা তোমাদের অবস্থান ধরে রাখতে পারবে যতদিন তোমাদের মধ্যে নৈতিকতা থাকবে। এখনো তোমাদের দায়িত্ব শেষ হয় নি, বহুদূর যেতে হবে। আজ ময়মনসিংহ সার্কিট হাউজে আন্দোলনে নেতৃত্বদানকারী সমন্বয়কদের সাথে সংক্ষিপ্ত মতবিনিময়কালে এ কথা বলেন প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের উপদেষ্টা অধ্যাপক ডাঃ বিধান রঞ্জন রায় পোদ্দার।

এ সময় ময়মনসিংহ জেলা প্রশাসক মুফিদুল আলম এবং পুলিশ সুপার আজিজুল ইসলাম উপস্থিত ছিলেন।

উপদেষ্টা বলেন, ছাত্রদের দায়িত্ব হচ্ছে ‘ওয়াচ ডগ’ (সতর্কতার সহিত পর্যবেক্ষণ করা), মব জাস্টিস (বিচার বহির্ভূত হত্যা) করা নয়। প্রধান উপদেষ্টা সবসময় বলেন আমাদের নিয়োগদাতা ছাত্ররা। ছাত্রদের যৌক্তিক দাবির সাথে সরকার একাত্মতা পোষণ করে।

এ সময় ছাত্ররা জানায়, আন্দোলনে নেতৃত্ব দেওয়ায় তাদের জীবনের একটা ঝুঁকি থেকেই যায়, এ ব্যাপারে তারা সরকারের দৃষ্টি আকর্ষণ করেন। এছাড়াও প্রাথমিক শিক্ষাক্রম, শিশুদের বেসিক শিক্ষা, প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকদের দাবি দাওয়া, দ্রব্যমূল্যের উর্ধ্বগতি এসব বিষয়ে তাদের চাওয়া ব্যক্ত করেন ছাত্ররা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *