
গণ অদ্ভুত্থানের আহতদের পুনর্বাসনের দাবী ও শহীদদের স্মরণসভা

চাই নতুন রাজনৈতিক বন্দোবস্ত ও গণতান্ত্রিক সংবিধান। ময়মনসিংহ মুসলিম ইনস্টিটিউটে ২৪ এর গণ অদ্ভুত্থানের আহতদের পুনর্বাসনের দাবী ও শহীদদের স্মরণসভা অনুষ্ঠিত হয়।
গতকাল শনিবার বিকেলে ময়মনসিংহে গণসংহতি আন্দোলনে উদ্যোগে আলোচনা সভায় সভাপতিত্ব করেন জেলা গণসংহতি আন্দোলনে আহবায়ক মোস্তাফিজুর রহমান,সঞ্চালনায় সদস্য সচিব এ আর এম মুজাদ্দিদ আসিফ।
শহীদদের স্মরণসভা বক্তব্য রাখেন গণসংহতি আন্দোলনে সদস্য রাজনৈতিক পরিষদ দেওয়ান আব্দুর রশিদ নিলু,মনির উদ্দীন পাপ্পু,বাংলাদেশ কৃষক মজুর সংহতির সাংগঠনিক সম্পাদক শামসুল আলম, এডভোকেট অমিত হাসান দিপু প্রমুখ।
শহীদদের পক্ষ থেকে বক্তব্য রাখেন শহীদ নাজমুল হাসান রাজুর মা,আব্দুল্লাহ আল মাহি এর পিতা,শহীদ সাগরের পিতা আসাদুজ্জামান আসাদ বলেন,স্বাধীন দেশের স্বাস্থ্য ব্যবস্তা ভালো না।হাসপাতালে পাই নাই ডাক্তার নার্স ছিল না। প্রশাসনিক ভাবে আমার উপর অনেক চাপ আসে।এখনো আহত অবস্থায় যারা আছে তাদের সঠিক চিকিৎসা যেন হয়।
সরকার পতন হয়েছে ঠিক এখনো ছাত্রলীগ যুবলীগের সন্ত্রাসীরা ঘোরাফেরা করছে। বক্তব্য রাখেন আহত ইদ্রিস এর স্ত্রী,আহত শীতল আহমেদ।
জেলা গণসংহতি আন্দোলনে আহবায়ক মোস্তাফিজুর রহমান বলেন, আন্দোলনে আহতদের চিকিৎসাধীন অবস্থায় হামলা করা হয়েছে।
ভুল চিকিৎসা দিয়েছে। আহত ও শহীদ পরিবারের সদস্য কাছে দ্রুত পাশে দাঁড়ান।আহত পরিবারকে বিদেশে চিকিৎসা ব্যবস্তা করুন।সৈরাচারের দূসরা এখনো ঘাপটি মেরে বসে আছে তাদেরকে খুজে বের করে আইনের আওতায় আনতে হবে।