আজ শুক্রবার, ২০ সেপ্টেম্বর, ২০২৪ ॥ ৫ আশ্বিন, ১৪৩১ ॥ ১৬ রবিউল আউয়াল, ১৪৪৬

ধোবাউড়া উপজেলা চেয়ারম্যান পদে টানা দ্বিতীয়বার নির্বাচিত মিঃ ডেভিড রানা চিসিম
জাতীয় প্রধান খবর শিরোনাম

ধোবাউড়া উপজেলা চেয়ারম্যান পদে টানা দ্বিতীয়বার নির্বাচিত মিঃ ডেভিড রানা চিসিম

প্রতিনিধি: আব্দুল মতিন মাসুদ, ধোবাউড়া
মে ১০, ২০২৪

ময়মনসিংহ ধোবাউড়ায় উপজেলা পরিষদ নির্বাচনে উপজেলা চেয়ারম্যান পদে টানা দ্বিতীয়বার চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন ডেভিড রানা চিসিম।

৬ষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনের প্রথম ধাপের ধোবাউড়া উপজেলা পরিষদ নির্বাচন ৮মে বুধবার অনুষ্ঠিত হয়েছে। উপজেলা চেয়ারম্যান পদে পাচঁজন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেন।

চেয়ারম্যান পদে আনারস প্রতিক নিয়ে মিঃ ডেভিড রানা চিসিম ২৮ হাজার ৬ শত ৩৫ ভোট পেয়ে বেসরকারি ভাবে নির্বাচিত হয়েছেন। নিকটতম প্রতিদ্বন্দ্বী প্রার্থী ঘোড়া প্রতিক নিয়ে ডাঃ আসাদুজ্জামান আকন্দ সাগর ২১ হাজার ৩ শত ৪৮ ভোট পেয়ে ২য়স্থান অর্জন করেন। এছাড়া হেলিকপ্টার প্রতিকে শামছুর রশীদ মজনু ১৩ হাজার ৯ শত ১৪ ভোট পেয়ে ৩য়স্থান, টুপি প্রতিক নিয়ে মজনু মৃধা ১২ হাজার ১ শত ১২ ভোট পেয়ে ৪র্থস্থান, মোটরসাইকেল প্রতিক নিয়ে ফরিদ আল রাজি কমল ৪ হাজার ১শত ১১ ভোট পেয়ে ৫মস্থান, এবং দোয়াত কলম প্রতিকে মোহাম্মদ জাকারিয়া ২ শত ৮৬ ভোট পেয়ে ৬ষ্ঠ স্থানে অর্জন করেন।
উপজেলা ভাইস চেয়ারম্যান পদে ৫জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেন।
প্রথমবারের মতো উপজেলা ভাইস চেয়ারম্যান পদে মাইক প্রতিক নিয়ে জাহাঙ্গীর আলম সুজন তালুকদার ২৫ হাজার ৩ শত ৭৩ ভোট পেয়ে বেসরকারি ভাবে নির্বাচিত হয়েছেন। নিকটতম প্রতিদ্বন্দ্বী চশমা প্রতিক নিয়ে আজাহারুল ইসলাম খায়রুল ২০ হাজার ২ শত ৩৫ ভোট পেয়ে ২য়স্থান অর্জন করেন। তালা প্রতিক নিয়ে জাহাঙ্গীর আলম খান ১৪ হাজার ১ শত ৭৮ ভোট পেয়ে ৩য়স্থান, টিয়াপাখি প্রতিক নিয়ে হাফেজ বালাকুল ইসলাম বাবুল ১৩ হাজার ২ শত ৯ ভোট পেয়ে ৪র্থ এবং উড়োজাহাজ প্রতিক নিয়ে দ্বীলিপ কুমার চন্দ্র ৬ হাজার ১শত ৬ ভোট পেয়ে ৫ম স্থানে রয়েছেন।

মহিলা ভাইস চেয়ারম্যান পদে তিনজন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেন। ফুটবল প্রতিকে স্বপ্না আক্তার ৩৬ হাজার ১ শত ২ ভোট পেয়ে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন। নিকটতম প্রতিদ্বন্দ্বী প্রার্থী হাঁস প্রতিক নিয়ে বিলকিস সুলতানা ২৬ হাজার ২ শত ১৬ ভোট পেয়ে ২য়স্থান এবং প্রজাপতি প্রতিকে ১৬ হাজার ২ শত ৫৬ ভোট দুইবারের সাবেক মহিলা ভাইস চেয়ারম্যান সেলিমা খাতুন ৩য় স্থানে রয়েছেন। এ উপজেলায় মোট ভোটারের সংখ্যা একলক্ষ আটাত্তর হাজার সাতশত বিরানব্বই। প্রাপ্ত ভোটের সংখ্যা ছিয়াত্তর হাজার চারশত ষোল ভোট।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *