আজ শুক্রবার, ২০ সেপ্টেম্বর, ২০২৪ ॥ ৫ আশ্বিন, ১৪৩১ ॥ ১৬ রবিউল আউয়াল, ১৪৪৬

য়াকবাকসা ক্লাবের উদ্যোগে বৈসু ও নববর্ষ উপলক্ষে আলোচনা ও সাংস্কৃতিক সন্ধ্যা
গ্রাম বাংলা প্রধান খবর শিরোনাম

য়াকবাকসা ক্লাবের উদ্যোগে বৈসু ও নববর্ষ উপলক্ষে আলোচনা ও সাংস্কৃতিক সন্ধ্যা

প্রতিনিধি: শারমিন সরকার বৃষ্টি (খাগড়াছড়ি)
এপ্রি ১৮, ২০২৪

শারমিন সরকার বৃষ্টি, খাগড়াছড়ি জেলা প্রতিনিধি :

বৈসু ও বাংলা নববর্ষ ১৪৩১ আয়োজিত ঐতিহ্যবাহী খেলাধুলার পুরস্কার বিতরণ এবং কৃতি শিক্ষার্থী সম্মাননা প্রদান উপলক্ষে আলোচনা সভা ও সাংস্কৃতিক সন্ধ্যার আয়োজন করে খাগড়াছড়ি সদর উপজেলার কুমারধন পাড়া’র য়াকবাকসা ক্লাব,১৮ এপ্রিল ২০২৪ ইং বিকাল ৪টায় কুমারধন রোয়াজা পাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মাঠে য়াকবাকসা ক্লাবের সভাপতি নিবারাই ত্রিপুরা’র সভাপতিত্বে

প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন – খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদের সদস্য খোকনেশ্বর ত্রিপুরা।

প্রধান অতিথি খোকনেশ্বর ত্রিপুরা বলেন – বৈসু ও বাংলা নববর্ষ আমাদের ত্রিপুরা জাতিগোষ্ঠীর ধর্মীয় ও ঐতিহ্যবাহী উৎসব। আমাদের সংস্কৃতি যাতে বিলুপ্ত হয়ে না যায় সেই দিকে খেয়াল রাখতে হবে।এত সুন্দর আয়োজনের জন্য য়াকবাকসা ক্লাবকে অসংখ্য ধন্যবাদ।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন – পেরাছড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান তপন বিকাশ ত্রিপুরা,সাবেক ইউপি চেয়ারম্যানপরিমল ত্রিপুরা,অনন্ত কুমার ত্রিপুরা, তাপস কুমার ত্রিপুরা,খগেন্দ্র কিশোর ত্রিপুরা,ধনেশ্বর ত্রিপুরা,

আধুনিক শিক্ষায় পাঠাদান ও সমাজকল্যাণ মূলক কাজের অবদানের জন্য তিন জন শিক্ষক কে সম্মাননা স্মারক তুলে দেন প্রধান অতিথি,প্রধান শিক্ষক জীবন লাল চাকমা,সহকারী শিক্ষক এমিলি দেওয়ান ও মিস বাবলী ত্রিপুরা কে। ঐতিহ্যবাহী খেলাধুলায় অংশ গ্রহণ করে বিজয় হওয়া খেলোয়াড়দের হাতে পুরস্কার তুলে দেন প্রধান অতিথি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *