আজ শুক্রবার, ২০ সেপ্টেম্বর, ২০২৪ ॥ ৫ আশ্বিন, ১৪৩১ ॥ ১৬ রবিউল আউয়াল, ১৪৪৬

শ্রীপুরে মাজার জিয়ারতের মধ্যদিয়ে নির্বাচনী প্রচারণা শুরু করলেন চেয়ারম্যান পদপ্রার্থী রাজন
গ্রাম বাংলা প্রধান খবর শিরোনাম

শ্রীপুরে মাজার জিয়ারতের মধ্যদিয়ে নির্বাচনী প্রচারণা শুরু করলেন চেয়ারম্যান পদপ্রার্থী রাজন

প্রতিনিধি:
এপ্রি ১৭, ২০২৪

মোঃ সাকিব খান শ্রীপুর (মাগুরা) প্রতিনিধি

আসন্ন ৬ষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনে বুধবার (১৭ এপ্রিল) প্রার্থীতা যাচাই-বাছাইয়ের পর পীর-আওলিয়ার মাজার জিয়ারতের মধ্যদিয়ে নির্বাচনী প্রচার-প্রচারণা শুরু করলেন মাগুরার শ্রীপুর উপজেলা চেয়ারম্যান পদপ্রার্থী শরিয়তউল্লাহ হোসেন মিয়া রাজন। তিনি শ্রীপুর বাহিনীর অধিনায়ক আকবর হোসেন মিয়া ছোট ছেলে এবং শ্রীপুর উপজেলা যুবলীগের সভাপতি ও শ্রীকোল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান কুতুবুল্লাহ হোসেন মিয়া কুটি’র ছোট ভাই। প্রথম পর্যায়ে দুপুরে তিনি শ্রীপুর বাহিনীর অধিনায়ক আকবর হোসেন মিয়ার কবর জিয়ারত করেন। পরে তিনি দ্বারিয়াপুর দরবার শরীফের পীর হুজুর শাহ সুফী তোয়াজ উদ্দীন আহম্মেদ (রা:) মাজার জিয়ারত করেন। একই দিন বিকেলে সব্দালপুর ইউনিয়নের নোহাটা গ্রামস্থ ওলি পাক হযরত গরীবুল্লাহ শাহ ওরফে গরীব শাহ দেওয়ান (রা:) মাজার শরীফ এবং নাকোল ইউনিয়নের বরালিদহ জরিপ শাহ এর মাজার জিয়ারত করেন।

এ সময় তাঁর সঙ্গে ছিলেন শ্রীপুর উপজেলা আওয়ামী লীগের উপজেলা মণ্ডলীর সদস্য বীর মুক্তিযোদ্ধা জাকির হোসেন, উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ও দ্বারিয়াপুর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান জাকির হোসেন কানন, দ্বারিয়াপুর ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শিহাবুল ইসলাম, দ্বারিয়াপুর ইউনিয়ন কৃষক লীগের সভাপতি আলাউদ্দিন, উপজেলা যুবলীগ নেতা তৈয়বুর রহমান খান, বিল্লাল মিয়া, দ্বারিয়াপুর ইউনিয়ন যুবলীগের সভাপতি মাজেদুল ইসলাম শিমুল, ইউপি সদস্য মিয়া ওহিদুল ইসলাম প্রমুখ।

এ সময় চেয়ারম্যান পদপ্রার্থী শরিয়তউল্লাহ হোসেন মিয়া রাজন বলেন, আজ আমার উপজেলা চেয়ারম্যান প্রার্থী বৈধতা চূড়ান্ত হওয়ার পর আমার পিতা শ্রীপুর বাহিনীর অধিনায়ক আকবর হোসেন মিয়ার কবর জিয়ারত করি৷ এর পরপরই পর্যায়ক্রমে দ্বারিয়াপুর, নোহাটা ও বরালিদহ দুই আওলিয়া ও এক পীরের মাজার জিয়ারত করে নির্বাচনী কার্যক্রম শুরু করছি। আমি জনগনের পাশে থাকার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করছি।

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *