আজ শুক্রবার, ২০ সেপ্টেম্বর, ২০২৪ ॥ ৫ আশ্বিন, ১৪৩১ ॥ ১৬ রবিউল আউয়াল, ১৪৪৬

খাগড়াছড়িতে ক্বেরাত প্রতিযোগিতার বিজয়ীদের পুরস্কার বিতরণ
অন্যান্য গ্রাম বাংলা শিরোনাম

খাগড়াছড়িতে ক্বেরাত প্রতিযোগিতার বিজয়ীদের পুরস্কার বিতরণ

প্রতিনিধি: শারমিন সরকার বৃষ্টি (খাগড়াছড়ি)
এপ্রি ৭, ২০২৪

পার্বত্য চট্টগ্রামের প্রথম বারের মত প্রতিভা “অন্বেষণে ক্বেরাত প্রতিযোগিতা” অনুষ্ঠিত হয়েছে খাগড়াছড়িতে। ‘পবিত্র মাহে রমজান উপলক্ষ্যে জেলা ব্যাপী ক্বেরাত প্রতিযোগিতা চূড়ান্ত পর্ব ও পুরস্কার বিতরণ করা হয়েছে।

৬ এপ্রিল, শনিবার দুপুর ৩টায় খাগড়াছড়ি শহরের হাসপাতাল গেইট এলাকার ইসলামিয়া মাদ্রাসায় এ অনুষ্ঠিত হয়।

এ সময় হাসপাতাল গেইট মাদ্রাসা পরিচালনা কমিটির সভাপতি ও জেলা পরিষদের প্রশাসনিক কর্মকর্তা মো. সাইফুল্লাহ’র সভাপতিত্বে এতে প্রধান অতিথি ছিলেন, খাগড়াছড়ি জেলা পরিষদের চেয়ারম্যান ম‍ংসুইপ্রু চৌধুরী।

এ সময় এড. ফিরোজুল আলম চৌধুরী, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আক্তার হোসেন, পৌরসভার ৮নং ওয়ার্ড কাউন্সিল পরিমল দেবনাথসহ বিভিন্ন মাদ্রাসার শিক্ষকরা উপস্থিত ছিলেন।

প্রধান অতিথির বক্তব্যে জেলা পরিষদের চেয়ারম্যান মংসুইপ্রু চৌধুরী অপু বলেন, শিক্ষার্থীদের মাঝে যদি কোন প্রতিযোগী ভাব না থাকে তাহলে তাদের কোন আগ্রহ থাকে না। সারা জেলায় তিন গ্রুপে ১০৪ জন প্রতিযোগী রয়েছে। এই জেলায় যতগুলো মাদ্রাসা আছে বিশ্বাস করি আগামী বছর এক হাজার প্রতিযোগী হবে।

এক মাস ব্যাপী চলা ১০৪ জন প্রতিযোগী থেকে চূড়ান্ত পর্বে ৩০ জন বাছাই করে। ক, খ ও গ তিন গ্রুপে থেকে ৩ জন করে মোট ৯ জন নির্বাচিত হয়েছে। ক গ্রুপ মো. সাইফ উদ্দিন শাহীন, খ গ্রুপে রাকিবুল হাসান ও গ গ্রুপে ইমরুল হাসান ইন্তেহার প্রথম স্থান হয়েছে।

পরে নয় জন বিজয়ীদের হাতে সাফল্য সনদপত্র, নগদ অর্থ ও ক্রেস্ট হাতে তুলে দেন অতিথিরা।

বক্তারা বলেন, পবিত্র মাহে রমজান উপলক্ষ্যে এ ক্বেরাত প্রতিযোগিতার সিদ্ধান্ত গৃহীত হয়। আমরা চিন্তা করেছি প্রায় সময় সাংস্কৃতিক প্রতিযোগিতা অনুষ্ঠিত হয় কিন্তু ইসলামিক ক্বেরাত বা হামদ-নাতের কোন প্রতিযোগিতা হয় না। তাই এ ক্ষুদ্র প্রয়াস।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *