আজ শুক্রবার, ২০ সেপ্টেম্বর, ২০২৪ ॥ ৫ আশ্বিন, ১৪৩১ ॥ ১৬ রবিউল আউয়াল, ১৪৪৬

ফুলপুরে অসহায় প্রায় ১৫০ টি পরিবারের মাঝে ঈদ উপহার ও খাদ্য সামগ্রী বিতরণ
গ্রাম বাংলা প্রধান খবর শিরোনাম

ফুলপুরে অসহায় প্রায় ১৫০ টি পরিবারের মাঝে ঈদ উপহার ও খাদ্য সামগ্রী বিতরণ

প্রতিনিধি: মোঃ কামরুল ইসলাম খান
এপ্রি ৬, ২০২৪

ময়মনসিংহের ফুলপুরে ঈদুল ফিতর উপলক্ষ্যে ০৬ এপ্রিল (শনিবার) দুপুর ১২টায় ছনকান্দা বাজার মসজিদ সংলগ্ন “যায়যায়দিন” পত্রিকার উপজেলা প্রতিনিধি শাহ্ নাফিউল্লাহ সৈকতের অফিস প্রাঙ্গণে অসহায়, বিধবা, কর্মহীন,গরীব, প্রতিবন্ধী ও অস্বচ্ছল ১৫০টি পরিবারের মাঝে ঈদ উপহার ও খাদ্য সামগ্রী ভিতরণ করা হয়েছে।

উক্ত ঈদ উপহার সামগ্রী বিতরণ কার্যক্রমের সমন্বয়ক গণমাধ্যমকর্মী শাহ্ নাফিউল্লাহ সৈকতের সভাপতিত্বে বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফুলপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এ.বি.এম আরিফুল ইসলাম।
এ সময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহবুবুর রহমান, উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা কৃষিবিদ কামরুল হাসান কামু, পল্লী সঞ্চয় ব্যাংক শাখার ব্যবস্থাপক মো. আবুল বাসার রাজন, সমাজসেবা কর্মকর্তা শিহাব উদ্দিন খান, খাদ্য নিয়ন্ত্রক কর্মকর্তা আতিকুর রহমান।

ঈদ উপহার সামগ্রীতে দেওয়া হয়েছে ১ কেজি বাসমতি চিনিগুড়া পোলাও চাল, ১ লিটার ফ্রেশ সয়াবিন তেল, ৫০০ গ্রাম ফ্রেশ চিনি, ৫০০ গ্রাম এসিআই মসুর ডাল, ১ প্যাকেট (২০০ গ্রাম) এসিআই লাচ্ছা সেমাই, ১টি কোকাকোলা নুডলস ও ১টি (৭৫ গ্রাম) কেয়া লেমন সাবান।

সামাজিক যোগাযোগ মাধ্যমে সাড়া দেয়া মানবিক মানুষের পক্ষ থেকে সার্বিক সহযোগীতায় এই খাদ্য সামগ্রী বিতরণ করা হয়েছে৷ ঈদ উপহার সামগ্রী পেয়ে আনন্দ ছড়িয়ে পড়েছে ও হাসি ফুটে উঠেছে প্রায় ১৫০টি পরিবারে মুখে।

ঈদ উপহার পেয়ে খুশিতে এক বৃদ্ধ ব্যক্তি বলেন, আমি কর্মহীন মানুষ, কামাই রোজগার করতে পারি না। ঈদে পরিবার নিয়ে ভালো মন্দ ঠিক মত খেতে পারি না। আজ আপনাদের সহযোগিতার ঈদ উপহার পেয়েছি, এতে আমি খুব খুশি।

ইউএনও এ.বি.এম আরিফুল ইসলাম বলেন, এটি একটি মহৎ ও প্রশংসিত কাজ। মানুষ মানুষের জন্য মানবতার সেবায় পৃথিবী গড়তে চায় অনেকে, তাই
ভালোবেসে পাশে দাড়ান এমন মহৎ কর্মে। মানুষ জানে শুধু নিজের জন্য বেঁচে থাকাই বেঁচে থাকা নয়, অসহায় মানুষের চোখের পানি মুছে দিয়ে বেঁচে থাকার নামই জীবন।

উক্ত ঈদ সামগ্রী বিতরণী কার্যক্রম অনুষ্ঠানে আরো উপস্হিত ছিলেন ফুলপুর উপজেলা প্রতিনিধি সিনিয়র সাংবাদিক নুরুল আমিন (দৈনিক সংবাদ), সিনিয়র সাংবাদিক এটিএম রবিউল করিম রবি (দৈনিক খোলা কাগজ), সিনিয়র সাংবাদিক মোস্তফা খান (দৈনিক কালের কন্ঠ), সাংবাদিক আবু রায়হান (দৈনিক ভোরের কাগজ), সাংবাদিক সুলতান মাহমুদ সম্রাট (দৈনিক ব্রহ্মপুত্র এক্সপ্রেস) সহ ডিজিটাল পোস্ট অফিসের হার্ডওয়্যার টেকনিশিয়ান মো. তানভীর আহমেদ, বিশিষ্ট ব্যবসায়ী নাছিম হোসেন অন্তর, যায়যায়দিন ফ্রেন্ডস ফোরামের যুগ্ম সাধারণ সম্পাদক আশরাফুল আলম হৃদয় ও স্কাউট গ্রুপের সদস্যবৃন্দ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *