আজ শুক্রবার, ২০ সেপ্টেম্বর, ২০২৪ ॥ ৫ আশ্বিন, ১৪৩১ ॥ ১৬ রবিউল আউয়াল, ১৪৪৬

রংপুর সদর উপজেলায় আগাম নির্বাচনী প্রচারণা যুদ্ধ শুরু
জাতীয় প্রধান খবর শিরোনাম

রংপুর সদর উপজেলায় আগাম নির্বাচনী প্রচারণা যুদ্ধ শুরু

প্রতিনিধি: প্রবাহ বার্তা প্রতিবেদক:
মার্চ ২, ২০২৪

রংপুর সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান পদটি দখলের জন্য আগাম প্রচারণা যুদ্ধ শুরু হয়েছে। ভোটারদের মধ্যে সাড়া ফেলেছে ভোটের এ আগাম প্রচারণা যুদ্ধ। উপজেলা পরিষদের চেয়ারম্যান প্রার্থী হিসেবে হরিদেবপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সদর উপজেলা পরিষদের প্রথম চেয়ারম্যান মরহুম বদিউজ্জামান জামালের সন্তান ইকবাল হোসেন পায়ে হেঁটে প্রচারণার কাজ শুরু করেছেন। এরই মধ্যে খলেয়া ইউনিয়নের পাঁচটি ওয়ার্ডের ভোটারদের কাছে দোয়া নেয়া সম্পন্ন করেছেন তিনি। এ্যাডভোকেট ফিরোজ কবির চৌধুরী গুঞ্জন মতবিনিময় সভা করছেন। রংপুর জেলা ছাত্রলীগের সভাপতি এসএম সাব্বির আহমেদ ও চন্দনপাট ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আমিনুর রহমান সম্ভব্য প্রার্থী হিসেবে গণসংযোগ চালিয়ে যাচ্ছেন। অন্য প্রার্থীরা দোয়া চেয়ে সেঁটেছেন পোষ্টার। নাছিমা জামান ববি সংরক্ষিত আসনের এমপি মনোনীত হওয়ায় সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান পদটি ছেড়ে দিলে তফশীল ঘোষণার আগে প্রার্থীদের এই প্রচারণা যুদ্ধ ভোটারদের মধ্যে নান্দনিক ভোট উৎসবের ছাপ ফেলছে। চায়ের আড্ডায় চলছে ভোট নিয়ে বিশ্লেষণ। সম্ভব্য প্রার্থীদের মধ্যে রয়েছে ইকবাল হোসেন, এ্যাডভোকেট ফিরোজ কবির চৌধুরী গুঞ্জন, ডাঃ দেলোয়ার হোসেন, রংপুর জেলা ছাত্রলীগের সভাপতি এসএম সাব্বির আহমেদ, আমিনুর রহমান, মাসুদ নবী মুন্না, সৈয়দ রাসেল, তোফা খান ও আব্দুল গনি। সম্ভব্য ভাইস চেয়ারম্যান প্রার্থীদের মধ্যে রয়েছে সাংবাদিক মহিউদ্দিন মখদুমী, মাসুদার রহমান মিলন, মাহফুজার রহমান, তারেক মিয়া ও কৃঞ্ষ চন্দ্র বর্মন স্বাধীন প্রমুখ ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *