আজ শনিবার, ২১ সেপ্টেম্বর, ২০২৪ ॥ ৬ আশ্বিন, ১৪৩১ ॥ ১৭ রবিউল আউয়াল, ১৪৪৬

ময়মনসিংহে মহাসড়কে বিভিন্ন এলাকায় র‌্যাবের অভিযানে ৫০ জন চাঁদাবাজ গ্রেফতার
গ্রাম বাংলা প্রধান খবর শিরোনাম

ময়মনসিংহে মহাসড়কে বিভিন্ন এলাকায় র‌্যাবের অভিযানে ৫০ জন চাঁদাবাজ গ্রেফতার

প্রতিনিধি: জাহাঙ্গীর আলম, স্টাফ রিপোর্টার:
ফেব্রু ৮, ২০২৪

ময়মনসিংহ র‌্যাব-১৪ সড়ক ও মহাসড়কে জেলার বিভিন্ন স্থান হতে সবজিসহ অন্যান্য পণ্যবাহী ট্রাক হতে অবৈধভাবে চাঁদা উত্তোলনের সময় হাতেনাতে ৫০ জন চাঁদাবাজকে গ্রেফতার করেছে এবং চাঁদাবাজির ৬০ হাজার ৮শত ৬১ টাকাসহ বিভিন্ন আলামত উদ্ধার করে।

র‌্যাব-১৪ এর অধিনায়ক অতিরিক্ত ডিআইজি মোহাম্মদ মহিবুল ইসলাম খান বুধবার বিকেলে র‌্যাব-১৪ সংবাদ সম্মেলন করে সাংবাদিকদের এসব তথ্য জানান।

তিনি জানান, ময়মনসিংহের বিভিন্ন সড়ক ও মহাসড়কে পণ্যবাহী গাড়িতে চাঁদাবাজি করে। গ্রেফতারকৃতরা কয়েকটি গ্রুপে বিভক্ত হয়ে প্রতি রাতে ময়মনসিংহের বিভিন্ন এলাকায় রাস্তার উপর অবস্থান নেয়। দেশের বিভিন্ন স্থান হতে পণ্যবাহী যানবাহন ময়মনসিংহের প্রবেশের সময় তারা লেজার লাইট, লাঠি ও বিভিন্ন সংকেতের মাধ্যমে গাড়ি থামিয়ে ড্রাইভারদের নিকট অবৈধভাবে চাঁদা আদায় করে থাকে। কিছু কিছু ক্ষেত্রে তারা চাঁদা আদায়ের রশিদও প্রদান করে থাকে। জেলার বিভিন্ন থানায় এমন চাঁদাবাজির অভিযোগ রয়েছে।

বুধবার র‌্যাব-১৪, অপারেশনস্ অফিসার উপ-পরিচালক মোঃ আনোয়ার হোসেন ও এএসপি জাহিদ হাসান এর নেতৃত্বে জেলার বিভিন্ন এলাকায় অভিযান পরিচালনা করে সংঘবদ্ধ পণ্যবাহী গাড়িতে চাঁদাবাজ চক্রের সক্রিয় সদস্য সর্বমোট ৫০ জনকে গ্রেফতার করা হয়। উদ্ধার করা হয় চাঁদা আদায়ের নগদ টাকা, ৪৩ টি মোবাইল এবং বিপুল পরিমান চাঁদা আদায়ের রশিদ।

তিনি আরো জানান, শম্ভুগঞ্জ ব্রীজ এলাকা থেকে সর্বমোট ১২ জন, শম্ভুগঞ্জ বাজার এলাকা থেকে ৭ জন, রহমতপুর বাইপাস ও আকুয়া বাইপাস এলাকা থেকে ১১ জন, মুক্তাগাছা সদর এলাকা থেকে ৭ জন, তারাকান্দা উপজেলার কাশিগঞ্জ এলাকা থেকে ১৩ জনকে গ্রেফতার করা হয়েছে।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেফতারকৃতরা উক্ত চাঁদাবাজির সাথে তাদের সম্পৃক্ততার বিষয়ে গুরুত্বপূর্ণ তথ্য প্রদান করে। গ্রেফতারকৃত আসামিদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে র‌্যাব জানায়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *