আজ শুক্রবার, ২০ সেপ্টেম্বর, ২০২৪ ॥ ৫ আশ্বিন, ১৪৩১ ॥ ১৬ রবিউল আউয়াল, ১৪৪৬

কেন্দুয়া সমিতির বৃত্তি প্রদান অনুষ্ঠান
গ্রাম বাংলা জাতীয় শিরোনাম

কেন্দুয়া সমিতির বৃত্তি প্রদান অনুষ্ঠান

প্রতিনিধি: আতিক কেন্দুয়া- নেত্রকোনা
জানু ২৭, ২০২৪

নেত্রকোণার কেন্দুয়া উপজেলায় ঢাকাস্থ কেন্দুয়া উপজেলা সমিতি ও শিক্ষা ট্রাস্টের উদ্যোগে শিক্ষা বৃত্তি প্রদান অনুষ্ঠিত হয়েছে ।

শনিবার (২৭ জানুয়ারী) ঢাকাস্থ কেন্দুয়া উপজেলা সমিতির কার্যনির্বাহী পরিষদের সার্বিক সহযোগিতায় উপজেলা পরিষদ হল রুমে বাংলাদেশ সংসদ সচিবালয়ের অতিরিক্ত সচিব, ঢাকাস্থ কেন্দুয়া উপজেলা সমিতি ও শিক্ষা ট্রাস্টের সভাপতি মাহবুবা পান্নার সভাপতিত্বে ও বাংলাদেশ সুপ্রিম কোর্টের এডভোকেট, ঢাকাস্থ কেন্দুয়া উপজেলা সমিতির সাধারণ সম্পাদক মোহাম্মদ আবুল হাসনাতের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন। নেত্রকোণা-৩ (কেন্দুয়া-আটপাড়া) মাননীয় সংসদ সদস্য ইফতিকার উদ্দিন তালুকদার পিন্টু মহোদয়।

বিশেষ অতিথির বক্তব্য রাখেন, উপজেলা পরিষদের চেয়ারম্যান ও বীর মুক্তিযোদ্ধা মোঃ নূরুল ইসলাম, উপজেলা নির্বাহী অফিসার মোঃ সেলিম মিয়া। উপজেলা সহকারী কমিশনার ভূমি মোঃ রাজিব হোসেন, মোজাফরপুর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান মোঃ নূরে আলম জাহাঙ্গীর চৌধুরী, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মোঃ মোফাজ্জল হোসেন ভূইয়া প্রমুখ ।

শিক্ষার্থীদের উদ্দেশ্যে প্রধান অতিথি সাংসদ তাঁর বক্তব্যে বলেন, তোমাদেরকে স্বপ্ন দেখতে হবে। আর সেই স্বপ্ন পূরণে পরিশ্রম ও মেধার বিকল্প নেই। তাছাড়া তিনি সকল শিক্ষক ও শিক্ষার্থীদের সুযোগ-সুবিধার জন্যে যা যা করণীয় এর উপর সর্বোচ্চ গুরুত্বারোপ করেন।

অন্যদিকে শিক্ষার্থীদের উদ্দেশ্য সভাপতির বক্তব্যে মাহবুবা পান্না বলেন, সঠিক সময়ে সঠিক সিদ্ধান্ত নেয়াটা খুবই জরুরিও স্বপ্নকে বাস্তবে পরিণত করতে হলে রুটিন মেনে চলতে বলে উল্লেখ করেন এবং শিক্ষক ও অভিভাবকদের লক্ষ্য করে তিনি আরো বলেন, শিক্ষার মানোন্নয়নে নিরলসভাবে কাজ করতে হবে।

উল্লেখ্য উক্ত অনুষ্ঠানে এমপিওভুক্ত ৪৭টি হাই স্কুল ও মাদ্রাসা শিক্ষা প্রতিষ্ঠানের ৯৪ জন কৃতি শিক্ষার্থীদের মাঝে বৃত্তি প্রদান, সনদ ও দুপুরের খাবার বিতরণ করা হয়। এ সময় উপস্থিত ছিলেন, শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবক ও সাংবাদিকবৃন্দ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *