আজ শুক্রবার, ২০ সেপ্টেম্বর, ২০২৪ ॥ ৫ আশ্বিন, ১৪৩১ ॥ ১৬ রবিউল আউয়াল, ১৪৪৬

চুরি করতে গিয়ে হাতেনাতে ধরা
গ্রাম বাংলা প্রধান খবর শিরোনাম

চুরি করতে গিয়ে হাতেনাতে ধরা

প্রতিনিধি: মোঃ সাকিব খান শ্রীপুর মাগুরা
ডিসে ২১, ২০২৩

মাগুরা সদর উপজেলার ১৮খাদা ইউনিয়নের নালীয়ারডাঙ্গী গ্রামে গতকাল মঙ্গলবার মধ্যরাতে ওই গ্রামের প্রবাসী আঁখি মন্ডলের বাড়িতে চুরি করতে গিয়ে হাতেনাতে ধরা পড়লো একজন। সে ওই গ্রামের পাচু শেখের ছেলে হিরো(৩২)।

স্থানীয়রা জানান, ওই গ্রামের আখি ও ফারুক আপন দুই ভাই বিদেশে থাকার কারণে চোরের দল চুরি করার উপযুক্ত বাড়ি বা নিরাপদ স্থান মনে করে তার বাড়িতে চুরি করতে ঢোকে। আঁখি মন্ডলের ১ তলা বিশিষ্ট বাড়িতে ঢুকে তার শোবার ঘরের শোকেসের ড্রয়ারের তালা ভেঙে আনুমানিক ১০ হাজার টাকা চুরি করেছে বলে জানান।

পরবর্তীতে প্রবাসী আঁখি মন্ডলের স্ত্রী রাবেয়ার ঘুম ভেঙে গেলে তার চিৎকারে স্থানীয়রা চরের দলকে ধাওয়া করে। পরবর্তীতে চোর হিরো প্রাণ বাঁচাতে এলোমেলো দৌড়ে পালাতে সক্ষম হলে ওই গ্রামের মধু মন্ডলের বাড়িতে স্থানীয়দের হাতে ধরা পড়ে।

পরবর্তীতে ভোর নাগাদ চোরকে মাগুরা সদর থানায় সপর্দ করে এলাকাবাসী।

স্থানীয়রা জানান চোর হিরোর কাছে থেকে জানতে পারা যায়, তার সাথে আরো চারজন ছিলেন, তার মধ্যে ঝিনাইদহ জেলার আবাইপুরের তার আপন ভাইরা,সহ আরো তিনজন।

এ ব্যাপারে মাগুরা সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) মেহেদি রাসেল জানান, থানায় অভিযোগ বা মামলা দায়ের করার জন্য কেউ আসেনি,বিষয়টা তারা তদন্ত করছেন,ঘটনা সত্য হলে আইনগত ব্যবস্থা নেয়া হবে। তবে তারা বিষয়টি জানার পর ঘটনাস্থলে পুলিশ পুলিশ যায় এবং অভিযুক্ত হিরোকে মাগুরা সদর হাসপাতালে চিকিৎসা দেয়া হচ্ছে বলে জানান।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *