আজ শুক্রবার, ২০ সেপ্টেম্বর, ২০২৪ ॥ ৫ আশ্বিন, ১৪৩১ ॥ ১৬ রবিউল আউয়াল, ১৪৪৬

শ্রীপুর গোয়ালদহ খেয়াঘাটে অটো চালক ও পথচারীদের জন্য নামাজ ঘর
জাতীয় শিরোনাম

শ্রীপুর গোয়ালদহ খেয়াঘাটে অটো চালক ও পথচারীদের জন্য নামাজ ঘর

প্রতিনিধি: মোঃ সাকিব খান, মাগুরা :
ডিসে ১৫, ২০২৩

মাগুরা জেলার, শ্রীপুর উপজেলার গোয়ালদহ খেয়াঘাটে অটো চালক ও পথচারীদের জন্য চৌগাছী-গোয়ালদহ মানব কল্যাণ সংস্থার তত্বাবধানে নামাজ ঘরের কার্যক্রমের উদ্বোধন করা হলো।

এসময় উপস্থিত ছিলেন, চৌগাছী-গোয়ালদহ মানব কল্যাণ সংস্থার উপদেষ্টা মন্ডলির সদস্য ও জেলা পরিষদ সদস্য আরজান বিশ্বাস বাদশা,
আলম বিশ্বাস, ইউনিয়ন পরিষদের সদস্য নবুয়ত বিশ্বাস, উজির বিশ্বাস, সংস্থার সাধারণ সম্পাদক ইমরুল ইসলাম, যুগ্ন সাধারণ সম্পাদক মাজেদুল ইসলাম মোল্লা,সমন্বয়ক ও কোষাধ্যক্ষ শাহিনুর রহমান হিটু,চৌগাছী পূর্ব পাড়া জামে মসজিদের ইমাম হাফেজ মাওলানা মাসুম বিল্লাহ,চৌগাছী পূর্ব পাড়া বায়তুল আমান জামে মসজিদের হাফেজ আতিয়ার রহমান, চর চৌগাছী -ঘশিয়াল জামে মসজিদের ইমাম ও খতিব সাহেব,আঞ্চলিক যোগাযোগ কমিটির সদস্য জাহিদুল ইসলাম নিলু মাস্টার, রেজাক বিশ্বাস, মীর মহিদুল ইসলাম, হেলাল মাহমুদ, ইমরান বিশ্বাস, দ্বারিয়াপুর ইউনিয়ন অটো চালক সমিতির আক্তার হোসেন,সাগর হোসেন, বদিয়ার রহমান, কলম বিশ্বাস, বেল্লাল হোসেন সহ প্রমুখ।

উল্লেখ্য নামাজ ঘরের কার্যক্রমের উদ্বোধন করা হয় এবং মুসলিম উম্মাহ সহ সকলের জন্য দুআ করা হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *