আজ শুক্রবার, ২০ সেপ্টেম্বর, ২০২৪ ॥ ৫ আশ্বিন, ১৪৩১ ॥ ১৬ রবিউল আউয়াল, ১৪৪৬

কেশবপুরে দলিত এর প্রকল্প অবহিতকরণ সভা অনুষ্ঠিত
জাতীয় প্রধান খবর শিরোনাম

কেশবপুরে দলিত এর প্রকল্প অবহিতকরণ সভা অনুষ্ঠিত

প্রতিনিধি: শামীম আখতার, (খুলনা)
ডিসে ৭, ২০২৩

যশোরের কেশবপুরে জাতপাত পেশাভিত্তিক বৈষম্যমুক্ত বাংলাদেশ গড়ি এই শ্লোগানকে সামনে রেখে দলিত এর প্রকল্প অবহিতকরণ সভা অনুষ্ঠিত হয়েছে। ইসলামিক রিলিফ, সুইডেন এর সহযোগিতায় দলিত এর বাস্তবায়নে সমাজে দলিত জনগোষ্ঠীর জীবনমান উন্নয়নের লক্ষে বৃহস্পতিবার (৭ ডিসেম্বর) সকালে কেশবপুর উপজেলা পরিষদ মিলনায়তনে ওই প্রকল্প অবহিতকরণ সভা অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে দলিত এর নির্বাহী পরিচালক স্বপন কুমার দাস সভাপতিত্ব করেন।

দলিত এর কর্মসূচী পরিচালক বিকাশ কুমার দাসের সঞ্চালনায় আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোঃ তানভীর হোসেন।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা সমাজসেবা অফিসার আলমগীর হোসেন, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা রুপালী রানী, উপজেলা শিশু বিষয়ক কর্মকর্তা বিমল কুমার কুন্ডু, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা পুলোক কুমার সিকদার, উপজেলা নাগরিক সমাজের সভাপতি এ্যাডভোকেট আবু বক্কার সিদ্দিক, উপজেলা প্রেসক্লাবের সভাপতি এস আর সাঈদ, এ্যাডভোকেট মিলন মিত্র।

অন্যদের মধ্যে আরো বক্তব্য রাখেন কেশবপুর প্রেসক্লাবের যুগ্ম সাধারণ সম্পাদক উৎপল দে, কপোতাক্ষ মহিলা ও যুব উন্নয়ন এর নির্বাহী পরিচালক সুফিয়া পারভীন শিখা, পরিত্রাণ এর প্রোগ্রাম ম্যানেজার উজ্জ্বল কুমার দাস, বাংলাদেশ দলিত পরিষদের কেশবপুর উপজেলা শাখার সভাপতি সুজন দাস, দলিত এর মনিটরিং ও অডিট ম্যানেজার উত্তম কুমার দাস, সদস্য তাপস কুমার, মীনা দাস প্রমূখ।

এসময় উপস্থিত ছিলেন, দলিত এর মোবিলাইজার উত্তম কুমার মন্ডল, নিকোলাস মিস্ত্রী, প্রকল্প অফিসার লক্ষী দাসসহ উপজেলার বিভিন্ন শ্রেণী-পেশার ব্যক্তিবর্গ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *