ভালুকায় বনের জমি উদ্ধার

স্টাফ রিপোর্টার প্রবাহ বার্তাঃ
ময়মনসিংহের ভালুকায় বনের জমি দখল করে বাড়ী নির্মাণ করা শুরু করলে খবর পেয়ে রবিবার সকালে বনবিভাগের লোকজন ঘটনাস্থলে উপস্থিত হয়ে তা ভেংগে ঘুড়িয়ে দেন।
জানাযায়, উপজেলার উথুরা রেঞ্জের আংগারগাড়া বিটের আংগারগাড়া মৌজায় বনের দাবিকৃত ২৭৭ নম্বর দাগে জৈনক চাঁন মাহমুদ রাতের আঁধারে বাড়ী নির্মাণ কাজ শুরু করে। খবর পেয়ে বনবিভাগের লোকজন ঘটনাস্থলে উপস্থিত হয়ে তা ভেংগে ঘুড়িয়ে দেয়।
আংগাগাড়া বিটের বিট অফিসার মোঃ মাজাহারুল হক জানান, বনের ২৭৭ নম্বর দাগে আংগারগাড়া এলাকায় জৈনক চাঁন মাহমুদ বাড়ী নির্মাণ কাজ শুরু করলে খবর পেয়ে বনের লোকজন নিয়ে ঘটনাস্থলে উপস্থিত হয়ে তা ভেংগে ঘুড়িয়ে দেই। আমাদের এ অভিযান অব্যাহত থাকবে।