আজ শুক্রবার, ২০ সেপ্টেম্বর, ২০২৪ ॥ ৫ আশ্বিন, ১৪৩১ ॥ ১৬ রবিউল আউয়াল, ১৪৪৬

তারাকান্দায় বাল্য বিয়ের দায়ে ভ্রাম্যমান আদালতে জরিমানা
গ্রাম বাংলা প্রধান খবর শিরোনাম

তারাকান্দায় বাল্য বিয়ের দায়ে ভ্রাম্যমান আদালতে জরিমানা

প্রতিনিধি:
নভে ১৯, ২০২৩

ফুলপুর প্রতিনিধি মোঃ কামরুল ইসলাম খান

ময়মনসিংহের তারাকান্দায় বাল্য বিয়ের দায়ে নিকাহ রেজিষ্টার (কাজী)মোঃ অতাউর রহমান ও কনের পিতাকে ভ্রাম্যমান আদালত ৩০ হাজার টাকা জরিমানা করেন।

এক্সকিউটিভ ম্যাজিষ্ট্র্যট ও উপজেলা নির্বাহী অফিসার মিজাবে রহমত গতকাল শনিবার দুপুরে কনের বাড়িতে ভ্রাম্যমান আদালতে এ জরিমানা করেন।
জানাযায় উপজেলার রামপুর ইউনিয়নের সিংহেরকান্দা গ্রামের মোঃ মফিদুল ইসলামের নাবালিকা কন্যা(১৬) বিয়ের আয়োজন করে। রাতে খবর পেয়ে পুলিশ রামপুর ইউনিয়নের নিকাহ রেজিস্ট্রার ( কাজী) মোঃ আব্দুল বাতেনের সহকারী নাগডোরা গ্রামের আতাউর রহমান, বর ময়মনসিংহ সদর উপজেলার ভাটিপাড়া ঘাগড়া গ্রামের হাছান মাহমুদ, এসময় কনের পিতা মফিদুল ইসলাম কে আটক করে পুলিশ।
শনিবার দুপুরে ভ্রাম্যমান আদালত বাল্য বিয়ের দায়ে কনের পিতা মফিদুল ইসলামকে ১০হাজার ও নিকাহ রেজিস্ট্রার (কাজী)মোঃ আব্দুল,ও আতাউর রহমান ২০ হাজার টাকা জরিমানা করেন এবং নগদ আদায় করেন। এ সময় উপস্থিত ছিলেন, তারাকান্দা থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ আব্দুল্লাহ আল মামুন, রামপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ আজিজুল হক বুলে, সেকেন্ড অফিসার মোঃ আব্দুল মালেক, গালাগাও ইউপি সচিব মোঃ সায়েদুল ইসলাম, সাবেক যুবলীগ নেতা রফিকুল ইসলাম রং মিয়া প্রমুখ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *