আজ শুক্রবার, ২০ সেপ্টেম্বর, ২০২৪ ॥ ৫ আশ্বিন, ১৪৩১ ॥ ১৬ রবিউল আউয়াল, ১৪৪৬

ইসরায়েলের বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ আদালতে মামলা
আন্তর্জাতিক প্রধান খবর শিরোনাম

ইসরায়েলের বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ আদালতে মামলা

প্রতিনিধি:
নভে ১৪, ২০২৩

আন্তর্জাতিক ডেস্ক

গাজা উপত্যকায় ইসরায়েলি বাহিনীর কর্মকাণ্ড গণহত্যা চালানোর শামিল এমন অভিযোগ এনে আন্তর্জাতিক অপরাধ আদালতে (আইসিসি) ইসরায়েলের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে। ইসরায়েলি হত্যাযজ্ঞের শিকার ফিলিস্তিনিদের পক্ষে একদল আইনজীবী এই মামলা দায়ের করেছেন বলে জানিয়েছে তুর্কি সংবাদমাধ্যম আনাদোলু।
সোমবার (১৩ নভেম্বর) হেগ শহরে অবস্থিত আন্তর্জাতিক অপরাধ আদালতে ফিলিস্তিনি প্রতিনিধি হিসেবে এই মামলার অভিযোগপত্র জমা দিয়েছেন গিলস ডেভার্স। এ সময় তার সঙ্গে চার সদস্যের একটি প্রতিনিধিদল উপস্থিত ছিলেন।
অভিযোগপত্র জমা দেওয়ার পর এক সংবাদ সম্মেলনে গিলস ডেভার্স বলেছেন, গাজায় বর্তমানে যুদ্ধাপরাধ সম্পর্কিত বিষয়ে তদন্ত করছে আইসিসি। এই তদন্তে গণহত্যার বিষয়টি অন্তর্ভুক্ত করা উচিত।
তিনি বলেন, গাজায় ১০ লাখের বেশি মানুষ বাস্তুচ্যুত হয়েছেন। সেখানে পানি, জ্বালানি, খাদ্য ও ওষুধের সরবরাহ বন্ধ করে দেওয়া হয়েছে। এসবের মাধ্যমে প্রমাণ হয় ইসরায়েল আসলে গাজায় ফিলিস্তিনিদের জাতিগতভাবে নির্মূল করতে চাইছে।
ফিলিস্তিনি স্বাধীনতাকামী সংগঠন হামাসকে নিশ্চিহ্নের নামে গত ৭ অক্টোবর থেকে গাজায় হামলা চালাচ্ছে ইসরায়েল। এক মাসের বেশি সময় ধরে চলা ইসরায়েলি হামলায় ১১ হাজারের বেশি ফিলিস্তিনি নিহত হয়েছেন। তাদের মধ্যে সাড়ে সাত হাজারের বেশি নারী ও শিশু রয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *