আজ শুক্রবার, ২০ সেপ্টেম্বর, ২০২৪ ॥ ৫ আশ্বিন, ১৪৩১ ॥ ১৬ রবিউল আউয়াল, ১৪৪৬

অধিনায়কত্ব নিয়ে চাপে বাবর আজম
খেলাধূলা প্রধান খবর শিরোনাম

অধিনায়কত্ব নিয়ে চাপে বাবর আজম

প্রতিনিধি:
নভে ১৪, ২০২৩

অনলাইন স্পোর্টস ডেস্ক

বিশ্বকাপ থেকে বিদায়ে নিজের দায়িত্ব নিয়ে চাপে আছেন বলে স্বীকার করেছেন পাকিস্তানি অধিনায়ক বাবর আজম। টানা দ্বিতীয়বারের মতো সেমিফাইনাল থেকে ছিটকে পড়ায় হতাশ হতে হয়েছে পাকিস্তানকে।
পাকিস্তানের সাবেক অধিনায়ক ও ক্রিকেট বোর্ডের সাবেক চেয়ারম্যান রমিজ রাজা বলেছেন, ২৯ বছর বয়সী আজম পুরো পরিস্থিতি নিয়ে হতাশা প্রকাশ করেছে। দেশে ফেরার পর সমর্থকরাও ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানিয়েছে। বিশেষ করে চির প্রতিদ্বন্দ্বি ভারত যেখানে ৯ ম্যাচের সবকটিতে জয়ী হয়ে সেমিফাইনালে খেলছে, সেখানে পাকিস্তানের এমন হতাশাজনক বিদায় অনেকেই মেনে নিতে পারছে না।
তিনি আরো বলেছেন, ‘বাবরের উপর চাপ এতটাই বেশী যে তাকে হয়তো অধিনায়কত্ব ছাড়তে হতে পারে। প্রত্যাশানুযায়ী দেশেও পুরো দলকে নিয়ে প্রতিক্রিয়া খুব একটা ভাল না। পাকিস্তানি গণমাধ্যমও বিশেষ কিছু খেলোয়াড়কে টার্গেট করে রিপোর্ট করেছে, তাদের মধ্যে বাবর আজম অন্যতম। এটা যেহেতু বিশ্বকাপ, এখানে চাপ থাকবেই। সমস্যা হচ্ছে এই দলটির মধ্যে আধুনিক ক্রিকেট খেলার সব ধরনের সম্ভাবনা রয়েছে, কিন্তু তারা সময়মত সেই সুযোগগুলো কাজে লাগাতে পারছে না।’
তবে পাকিস্তান টিম ডিরেক্টর মিকি আর্থার বলেছেন, ‘আমি বাববের পক্ষে, সে আমার অত্যন্ত ঘনিষ্ঠ। সে এখনো বয়সে তরুণ, তাকে আরো কিছুদিন অধিনায়কত্ব করার সুযোগ দেওয়া উচিত।’
২০২০ সাল থেকে টেস্ট ও ওয়ানডেতে বাবর পাকিস্তানের অধিনায়কত্ব করে আসছেন জানিয়ে আর্থার বলেন, ‘সে এখনো শেখার মধ্যে আছে। আমরা সবাই জানি সে বিশ্বের অন্যতম সেরা ব্যাটার। অধিনায়ক হিসেবেও সে প্রতিদিনই শিখছে। তাকে আরো কিছুদিন কাজের সুযোগ করে দেয়া উচিৎ। এই পদে থাকলে ভুল হবেই। যতক্ষণ শেখার মধ্যে আছে ততদিন এই ধরনের ভুল করা বড় কোন অন্যায় নয়।’
প্রসঙ্গত, বাবর আজমের নেতৃত্বে পাকিস্তান ৯ ম্যাচের পাঁচটিতে পরাজিত হয়েছে। এর মধ্যে আহমেদাবাদে এক লাখ সমর্থকদের সামনে ভারতের কাছে ৭ উইকেটে বিধ্বস্ত হতে হয়। এর মাধ্যমে বিশ্বকাপে ভারতের বিপক্ষে অষ্টম ম্যাচে অষ্টম পরাজয়ের স্বাদ পেয়েছে পাকিস্তান। এছাড়া এবার প্রথমবারের মতো আফগানিস্তানের বিপক্ষেও পরাজিত হয়েছে পাকিস্তান।
উল্লেখ্য, বিশ্বকাপে সব মিলিয়ে বাবর আজম চার হাফ সেঞ্চুরিসহ ৪০ গড়ে ৩২০ রান করেছেন। বিশ্ব র‌্যাঙ্কিংয়ের শীর্ষে থেকে বিশ্বকাপ শুরু করলেও মাঝপথে ভারতীয় ব্যাটার শুভমান গিলের কাছে শীর্ষ স্থান হারিয়েছেন। এই মুহূর্তে তিনি দ্বিতীয় স্থানে রয়েছেন। আন্তর্জাতিক ক্রিকেটে সব ফর্মেট মিলিয়ে বাবরের রানসংখ্যা প্রায় ১৩ হাজার।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *