আজ শুক্রবার, ২০ সেপ্টেম্বর, ২০২৪ ॥ ৫ আশ্বিন, ১৪৩১ ॥ ১৬ রবিউল আউয়াল, ১৪৪৬

নান্দাইলে উচ্চফলনশীল সরিষা ও বোরো ধানের বীজ বিতরণ
গ্রাম বাংলা প্রধান খবর শিরোনাম

নান্দাইলে উচ্চফলনশীল সরিষা ও বোরো ধানের বীজ বিতরণ

প্রতিনিধি:
নভে ৬, ২০২৩

নান্দাইল প্রতিনিধি

ময়মনসিংহের নান্দাইলে আজ সোমবার সকাল ১০টায় উপজেলা পরিষদের হলরুমে তেলজাতীয় ফসলের উৎপাদন বৃদ্ধি প্রকল্পের অর্থায়নে ময়মনসিংহ কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের জেলা প্রশিক্ষণ কৃষিবিদ ড. নাসরিন আক্তার বানুর সভাপতিত্বে তেল ফসল (বিনা সরিষা-৯ ও বিনা সরিষা-১১) এবং উচ্চফলনশীল বোরো ধান (বিনা ধান-২৪ ও বিনা ধান-২৫)-এর বীজ বিতরণ ও মতবিনিময় অনুষ্ঠিত হয়েছে।
এ সময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাতীয় সংসদ সদস্য আলহাজ আনোয়ারুল আবেদিন খান তুহিন। গেস্ট অব অনার হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ পরমাণু কৃষি গবেষণা ইনস্টিটিউটের (বিনা) মহাপরিচালক ড. মির্জা মোফাজ্জল ইসলাম।
বিশেষ অতিথি ছিলেন- তেলজাতীয় ফসলের উৎপাদন বৃদ্ধি প্রকল্প (বিন অঙ্গ) সিএসও ও প্রকল্প পরিচালক ড. রফিকুল ইসলাম এবং বাংলাদেশ পরমাণু কৃষি গবেষণা ইনস্টিটিউট (বিনা) পিএসও ড. শামীমা বেগম, উপজেলা চেয়ারম্যান হাসান মাহমুদ জুয়েল, পৌর মেয়র রফিক উদ্দিন ভূঁইয়া, উপজেলা ভাইস চেয়ারম্যান সারোয়ার হাসান জিটু, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান মনোয়ারা জুয়েল। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ মোহাম্মদ আনিসুজ্জামান।
মতবিনিময় শেষে সকলের মধ্যে বীজ বিতরণ করা হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *