আজ সোমবার, ৪ আগস্ট, ২০২৫ ॥ ২০ শ্রাবণ, ১৪৩২ ॥ ৯ সফর, ১৪৪৭

৫৩ বিজিবির অভিযানে সীমান্তে গরু জব্দ, গরু চোরাকারবারী আটক
গ্রাম বাংলা প্রধান খবর শিরোনাম

৫৩ বিজিবির অভিযানে সীমান্তে গরু জব্দ, গরু চোরাকারবারী আটক

প্রতিনিধি: ইমাম হাসান জুয়েল, চাঁপাইনবাবগঞ্জ:
ডিসে ২৩, ২০২৪

চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার চরবাগডাংগা সীমান্ত এলাকা থেকে ভারতীয় অবৈধ গরু জব্দ করেছে বর্ডার গার্ড ব্যাটালিয়নের সদস্যরা। সোমবার (২৩ ডিসেম্বর) ভোরে সীমান্তের গোয়ালডুবী ঘাট এলাকায় পরিচালিত এক অভিযানে ৩টি ভারতীয় গরু জব্দ করে ৫৩ বিজিবি। এ সময় আটক করা হয় গরু চোরাচালানে জড়িত ৩ বাংলাদেশী চোরাকারবারীকে।

আটককৃতরা হলো- জেলার শিবগঞ্জ উপজেলার হাসানপুর এলাকার নামোজগন্নাথপুর বাদশা পাড়া গ্রামের শফিকুল ইসলামের ছেলে আব্দুল করিম (৩০) এবং জেলার সদর উপজেলার সূর্যনারায়ণপুর এলাকার বেলপাড়া গ্রামের সোনাউদ্দির ছেলে শহিদুল ইসলাম (৩৫) ও একই উপজেলার চরবাগডাংগা এলাকার বাখেরআলী গ্রামের জালাল উদ্দিনের ছেলে বাকিদুর রহমান (৩৫)।
এ ব্যাপারে চাঁপাইনবাবগঞ্জ ব্যাটালিয়ন ৫৩ বিজিবির অধিনায়ক লে. কর্নেল মো. মনির-উজ-জামান বিষয়টির সত্যতা নিশ্চিত করে এক প্রেস বিজ্ঞপ্তিতে জানান, গোয়ালডুবি ঘাট এলাকা দিয়ে গবাদিপশু চোরাচালানের গোপন গোয়েন্দা তথ্যের ভিত্তিতে ব্যাটালিয়নের বাখেরআলী বিওপির একটি টহল দল জেলার সদর উপজেলার চরবাগডাংগা ইউনিয়নের গোয়ালডুবি ঘাট এলাকায় সোমবার সকাল ৭টায় বিশেষ চোরাচালান প্রতিরোধ অভিযান পরিচালনা করে। এ সময় ঘাট দিয়ে ৩টি গরু নিয়ে উঠে আসা ৩ ব্যক্তির গতিবিধি সন্দেহজনক হওয়ায় তাদের থামতে বলে বিজিবি সদস্যরা। এতে তারা ঘন কুয়াশার মধ্যে দিয়ে পালিয়ে যাওয়ার চেষ্টাকালে বিজিবি টহল দল দৌড়ে করিম, শহিদুল ও বাকিদুরকে ভারতীয় গরুসহ ধরতে সক্ষম হয়।

অধিনায়ক জানান, প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটক চোরাকারবারীরা তাদের দোষ স্বীকার করলে ব্যাটালিয়নের মাধ্যমে আইনি প্রক্রিয়ায় তাদের নবাবগঞ্জ সদর মডেল থানায় সোপর্দ করা হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *