আজ সোমবার, ৪ আগস্ট, ২০২৫ ॥ ২০ শ্রাবণ, ১৪৩২ ॥ ৯ সফর, ১৪৪৭

ভালুকায় মহান বিজয় দিবস উপলক্ষ্যে ”আশা”র বিনামূল্যে স্বাস্থ্যসেবা প্রদান
অন্যান্য গ্রাম বাংলা প্রধান খবর শিরোনাম

ভালুকায় মহান বিজয় দিবস উপলক্ষ্যে ”আশা”র বিনামূল্যে স্বাস্থ্যসেবা প্রদান

প্রতিনিধি: আকাশ আহমেদ, স্টাফ রিপোর্টার:
ডিসে ১৭, ২০২৪

মহান বিজয় দিবস ২০২৪ উপলক্ষ্যে বাংলাদেশের অন্যতম শীর্ষ ক্ষুদ্রঋণ প্রদানকারী সংস্থা আশা দেশব্যাপী পনের হাজার মানুষকে চিকিৎসা সেবা প্রদানের লক্ষ্য নিয়ে ফ্রী মেডিকেল ক্যাম্প আয়োজন করেছে।

তারই অংশ হিসেবে ১৭ই ডিসেম্বর, ২০২৪ইং তারিখ মজ্ঞলবার আশা শান্তিগঞ্জ স্বাস্থ্যসেবা কেন্দ্র, শান্তিগঞ্জ, ভালুকা, মময়মনসিংহে ফ্রি মেডিকেল ক্যাম্প আয়োজন করা হয়। উক্ত মেডিকেল ক্যাম্পটি উদ্বোধন করেন আশার সিনিয়র রিজিওনাল ম্যানেজার মোঃ ইব্রাহিম খলিল। উক্ত মেডিকেল ক্যাম্পে আরো উপস্থিত ছিলেন আশা শান্তিগঞ্জ ব্রাঞ্চের সিনিয়র ব্রাঞ্চ ম্যানেজার মোঃ শামীমুজ্জামান, এসিস্ট্যান্ট ব্রাঞ্চ ম্যানেজার মোঃ নজরুল ইসলাম, আশা শান্তিগঞ্জ স্বাস্থ্যসেবা কেন্দ্রের হেলথ সেন্টার ইনচার্জ মোঃ শামীম হোসেন। এছাড়াও এলাকার চেয়ারম্যান, মেম্বার সহ আরো অনেক স্থানীয় নেতৃবর্গ উপস্থিত ছিলেন।

দিনব্যাপী আয়োজিত এ মেডিকেল ক্যাম্পে বিনামূল্যে চিকিৎসা সেবা দেয়ার পাশাপাশি, ফিজিওথেরাপি সেবা, ডায়াবেটিস পরীক্ষা, বিনামূল্যে ঔষধ বিতরণ এবং ৫-১৬ বছর বয়সী কিশোর-কিশোরীদের বিনামূল্যে কৃমিনাশক ঔষধ খাওয়ানো হয়।

আশা করপোরেট সোস্যাল রেসপনসেবলিটি (CSR) কার্যক্রমের আওতায় বছরে কয়েক লক্ষ মানুষকে স্বাস্থ্য, শিক্ষা, ত্রাণ, শীতবস্ত্র, স্যানিটেশন ইত্যাদি সেবা প্রদান করে আসছে। যার অর্থ সংস্থার উদ্বৃত তহবিল থেকে যোগান দেয়া হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *