আজ সোমবার, ৪ আগস্ট, ২০২৫ ॥ ২০ শ্রাবণ, ১৪৩২ ॥ ৯ সফর, ১৪৪৭

ফুলপুরে ৩৩তম আন্তর্জাতিক ও ২৬তম জাতীয় প্রতিবন্ধী দিবস পালিত
অন্যান্য গ্রাম বাংলা প্রধান খবর শিরোনাম

ফুলপুরে ৩৩তম আন্তর্জাতিক ও ২৬তম জাতীয় প্রতিবন্ধী দিবস পালিত

প্রতিনিধি: মোঃ কামরুল ইসলাম খান
ডিসে ৩, ২০২৪

শারীরিক ও মানসিক প্রতিবন্ধীর শিকার মানুষের জীবনমান উন্নয়ন ও সুরক্ষার অঙ্গীকার নিয়ে ময়মনসিংহের ফুলপুরে ৩৩তম আন্তর্জাতিক প্রতিবন্ধী দিবস এবং ২৬তম জাতীয় প্রতিবন্ধি দিবস পালিত হয়েছে। ফুলপুর উপজেলা প্রশাসন ও সমাজসেবা কার্যালয়ের আয়োজনে এ উপলক্ষে মঙ্গলবার (৩ ডিসেম্বর) সকাল সাড়ে ১০ টায় র‌্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। উপজেলা পরিষদ চত্বর থেকে র‍্যালীটি বের হয়ে প্রধান সড়ক প্রদক্ষিণ করে। র‍্যালী শেষে উপজেলা পরিষদ সভা কক্ষে ‘অন্তর্ভুক্তিমূলক টেকসই ভবিষ্যৎ বিনির্মাণ, বিকশিত নেতৃত্বে এগিয়ে যাবে প্রতিবন্ধী জনগণ” প্রতিপাদ্য নিয়ে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

এসময় ফুলপুর উপজেলা নির্বাহী অফিসার ও উপজেলা পরিষদের প্রশাসক সাদিয়া ইসলাম সীমা এতে  সভাপতিত্ব করেন।

উপজেলা সমাজসেবা অফিসার শিহাব উদ্দিন খান এর পরিচালনায় র‌্যালী ও আলোচনা সভায় উপস্থিত ছিলেন, উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা কামরুল হাসান কামু, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা আশীষ কর্মকার, উপজেলা খাদ্য নিয়ন্ত্রক আতিকুর রহমান, উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা শাহ নেওয়াজ, স্বেচ্ছাসেবী সংগঠনের নূরুল আলম খান, আনোয়ার হোসেন, রতন মিয়া, সাংবাদিক মোঃ খলিলুর রহমান, সাংবাদিক তোফাজ্জল হোসেনসহ বিভিন্ন প্রতিবন্ধী সংগঠনের নেতৃবৃন্দ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *