আজ সোমবার, ৪ আগস্ট, ২০২৫ ॥ ২০ শ্রাবণ, ১৪৩২ ॥ ৯ সফর, ১৪৪৭

ময়মনসিংহে তারুণ্যের সভায় মাদকমুক্ত জীবনের শপথ’
গ্রাম বাংলা জাতীয় প্রধান খবর শিরোনাম

ময়মনসিংহে তারুণ্যের সভায় মাদকমুক্ত জীবনের শপথ’

প্রতিনিধি: ময়মনসিংহ জেলা প্রতিনিধি:
নভে ২৯, ২০২৪

“মাদককে না বলি
সামাজিক আন্দোলন গড়ে তুলি ”

বৃহস্পতিবার (২৮ নভেম্বর, ২০২৪ খ্রি.) ভাষা শহীদ আব্দুল জব্বার মিলনায়তন, জেলা পরিষদ, ময়মনসিংহে- জেলা তথ্য অফিস, ময়মনসিংহের আয়োজনে জেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের নিয়ে “তারুণ্য নির্ভর বাংলাদেশ বিনির্মাণে মতবিনিময় সভা” অনুষ্ঠিত হয়। মীর আকরাম উদ্দিন আহম্মদ, পরিচালক, জেলা তথ্য অফিস, ময়মনসিংহ এর সভাপতিত্বে সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন
ময়মনসিংহ রেঞ্জের সম্মানিত ডিআইজি ড. মো. আশরাফুর রহমান।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কবির হোসেন সরদার, প্রধান নির্বাহী কর্মকর্তা, জেলা পরিষদ, ময়মনসিংহ এবং অধ্যাপক এ কে এম সামসুজ্জামান, বিভাগীয় রোভার নেতার প্রতিনিধি, বাংলাদেশ স্কাউটস্ অঞ্চল, ময়মনসিংহ। এছাড়াও সভায় উপস্থিত ছিলেন রেঞ্জ ডিআইজি’র কার্যালয়, ময়মনসিংহের সহকারী পুলিশ সুপার (স্টাফ অফিসার টু ডিআইজি) এস. এম. আসিফ আল হাসান।

ডিআইজি তার বক্তব্যে জুলাই-আগস্টের ছাত্র-জনতার অভ্যুত্থানে তরুণদের অগ্রনী ও সাহসী ভূমিকার কথা আলোচনা করেন। তিনি বলেন একটি উন্নত, বৈষম্যহীন, মাদক-সন্ত্রাসমুক্ত ও জবাবদিহিতামুলক বাংলাদেশ গড়ে তোলার ক্ষেত্রে বাংলাদেশের তরুনরাই সামনে থেকে নেতৃত্বে দিবে। পাশাপাশি তরুন এবং যুবকদের সাথে নিয়ে মাদকের বিরুদ্ধে সামাজিক আন্দোলন গড়ে তুলতে হবে এবং সবাইকে ঐক্যবদ্ধভাবে মাদকের বিরুদ্ধে কাজ করতে হবে বলে তাগিদ দেন।

এসময় সমৃদ্ধ বাংলাদেশ গড়ার পথে অবদান রাখতে মাদকমুক্ত জীবনের শপথ নিয়েছে ময়মনসিংহের দেড়শত তরুণ-তরুণী। এর আগে ডিআইজি মাদকমুক্ত সমাজ গড়ার ওপর মনোজ্ঞ তথ্যচিত্র উপস্থাপন করেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *