
কেন্দুয়া আঠারবাড়ি সড়কের পাশে অটোরিকশা চালকের লাশ

নেত্রকোণার কেন্দুয়া উপজেলায় রাস্তার পাশ থেকে এক অটোরিকশা চালকের মরদেহ উদ্ধার করেছে কেন্দুয়া থানা পুলিশ।
(২৮ অক্টোবর)সোমবার রাত ১০টার দিকে উপজেলার বড় কাইল্যাইন এলাকার কেন্দুয়া-আঠারবাড়ি সড়ক থেকে লাশটি উদ্ধার করা হয় বলে কেন্দুয়া থানার ওসি মো. মিজানুর রহমান জানান।
মৃত ব্যক্তি ৩২ বছর বয়সী মো. রাব্বানী ময়মনসিংহের ঈশ্বরগঞ্জ উপজেলার গাবর কাইল্যাইন গ্রামের হাফিজ উদ্দিনের ছেলে।
ওসি মোঃ মিজানুর রহমান বলেন, স্থানীয়দের কাছে খবর পেয়ে সড়কের পাশ থেকে লাশটি উদ্ধার করে কেন্দুয়া থানা পুলিশ। খবর পেয়ে পরে স্বজনরা এসে তার পরিচয় নিশ্চিত করেন।
“নিহত চালকের গলায় আঘাতের চিহ্ন রয়েছে। প্রাথমিক ভাবে ধারণা করা হচ্ছে, অটোরিকশাটি ছিনতাইয়ের উদ্দেশ্যে এই হত্যাকাণ্ড ঘটানো হয়েছে।”
অটোরিকশা চালকের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নেত্রকোণা সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে এবং ঘটনাটি তদন্ত করা হচ্ছে বলে জানান এই পুলিশ কর্মকর্তা।