আজ রবিবার, ৩ আগস্ট, ২০২৫ ॥ ১৯ শ্রাবণ, ১৪৩২ ॥ ৮ সফর, ১৪৪৭

পল্টন হত্যাকাণ্ডের খুনিদের বিচারের দাবিতে শাজাহানপুরে জামায়াতের বিক্ষোভ ও সমাবেশ
অন্যান্য জাতীয় প্রধান খবর রাজনীতি শিরোনাম

পল্টন হত্যাকাণ্ডের খুনিদের বিচারের দাবিতে শাজাহানপুরে জামায়াতের বিক্ষোভ ও সমাবেশ

প্রতিনিধি: মিজানুর রহমান মিলন, শাজাহানপুর (বগুড়া)
অক্টো ২৯, ২০২৪

ঢাকা পল্টনে ২০০৬ সালের ২৮শে অক্টোবরে আওয়ামী লীগের সভানেত্রী শেখ হাসিনার নির্দেশে তাঁর সন্ত্রাসী বাহিনী দ্বারা জামায়াত-শিবিরের নিরীহ নেতাকর্মীদের হত্যার প্রতিবাদে ও খুনিদের বিচারের দাবিতে বিশাল বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী বগুড়ার শাজাহানপুর উপজেলা শাখা।

সোমবার (২৮ অক্টোবর) বিকাল ৪টায় উপজেলা জামায়াতের কার্যালয় থেকে বিক্ষোভ মিছিলটি শুরু হয়ে বগুড়া-ঢাকা মহাসড়ক প্রদক্ষিণ করে মাঝিড়া মডেল উচ্চ বিদ্যালয়ে যেয়ে এক সমাবেশ অনুষ্ঠিত হয়।

সমাবেশে উপজেলা জামায়াতের আমীর আলহাজ্ব আব্দুল লতিফ প্রামাণিকের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ জামায়াতে ইসলামী বগুড়া জেলা পূর্ব শাখার নায়েবে আমীর অধ্যাপক আব্দুল বাসেদ।

উপজেলা জামায়াতের সহকারী সেক্রেটারি হাফেজ মোখলেছুর রহমান মুকুলের সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন মাঝিড়া ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান ও উপজেলা জামায়াতের নায়েবে আমীর মাওলানা আব্দুস সালাম, সেক্রেটারি মাওলানা শহিদুল ইসলাম, বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশনের শাজাহানপুর উপজেলা শাখার সভাপতি ও উপজেলা জামায়াতের সহকারী সেক্রেটারি তারেকুল ইসলাম তারেক, উপজেলা জামায়াতের কর্মপরিষদ সদস্য মাওলানা আব্দুর রহমান, মাওলানা আনোয়ারুজ্জামান আনোয়ার, প্রভাষক কাওছার আলী, মাওলানা আব্দুল মমিন, মাওলানা আব্দুর রশিদ, উপজেলা জামায়াত নেতা মাওলানা আব্দুস সাত্তার, মাঝিড়া ইউনিয়ন জামায়াতের ভারপ্রাপ্ত আমীর আব্দুর রহমান, আড়িয়া ইউনিয়ন আমীর মাওলানা ফজলুল হক, চুপিনগর ইউনিয়ন আমীর ডা. সালেকুর রহমান, খোট্রাপাড়া ইউনিয়ন আমীর আব্দুর রউফ, মাদলা ইউনিয়ন আমীর আব্দুর রহিম, আমরুল ইউনিয়ন আমীর মাওলানা লুৎফর রহমান, আশেকপুর ইউনিয়ন আমীর নজরুল ইসলাম, খরনা ইউনিয়ন আমীর মাওলানা শামছুল ইসলাম, গোহাইল ইউনিয়ন আমীর হাফেজ আব্দুর রশিদ, শ্রমিক কল্যাণ ফেডারেশনের শাজাহানপুর উপজেলা শাখার সাধারণ সম্পাদক রুহুল আমীন, শ্রমিক নেতা সাইফুল ইসলাম, মামুনুর রশিদ মামুন, কাজী সাইফুল ইসলাম, ইসলামী ছাত্রশিবির শাজাহানপুর শহর শাখার সভাপতি আহসান হাবীব প্রমূখ।

সমাবেশে বক্তারা বলেন, ২০০৬ সালের ২৮ অক্টোবরে তৎকালীন বিরোধীদলীয় নেত্রী খুনি হাসিনার নির্দেশে তাঁর সন্ত্রাসী বাহিনী লগি বৈঠা দিয়ে জামায়াত-শিবিরের নিরীহ নেতাকর্মীদের উপর অতর্কিত হামলা চালিয়ে অসংখ্য মানুষকে আহত ও নিহত করে। সেই সব আওয়ামী সন্ত্রাসীদের দ্রুত গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি করেন বক্তারা ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *