
কেন্দুয়ায় জাতীয় স্মার্ট কার্ড বিতরণ ও পরিদর্শন

নেত্রকোণার কেন্দুয়া উপজেলায় দ্বিতীয় পর্ব (রিজার্ভ ডে) জাতীয় স্মার্ট কার্ড বিতরণ পরিদর্শন করলেন জেলা নির্বাচন অফিসার গোলাম মোস্তফা ।
সোমবার (২৮ অক্টোবর) সকালে উপজেলার নির্বাচন কমিশন অফিসে দ্বিতীয় পর্যায়ের স্মার্ট কার্ড বিতরণের কার্যক্রমের তৃতীয় দিনে পরিদর্শন করলেন তিনি ।এ সময় উপস্থিত ছিলেন, অতিরিক্ত জেলা নির্বাচন কর্মকর্তা মোহাম্মদ মোজাম্মেল হক, জেলা নির্বাচন কর্মকর্তা এ.কে. এম সাইদুজ্জাম ,উপজেলা নির্বাচন অফিস কর্মকর্তা মোহাম্মদ হাবিবুর রহমান ও সংশ্লিষ্ট ব্যক্তিবর্গ ।পরিদর্শন কালে জেলা নির্বাচন অফিসার গোলাম মোস্তফা বলেন,আমাদের এই স্মার্ট কার্ড বিতরণ কার্যক্রম শেষ পর্যায়ে , দল মত নির্বিশেষে সবাই আমাদের সহযোগীতা করেছে । আমরা আশা করি কোন ধরনের সমস্যা ছাড়াই এই কার্যক্রম শেষ হবে ।উল্লেখ্য গত ২৫ অক্টোবর স্মার্ট কার্ড বিতরণ কার্যক্রম দ্বিতীয় পর্ব (রিজার্ভ ডে) শুরু হয় এবং আগামী ৩০ অক্টোবর শেষ হওয়ার কথা রয়েছে । আজ চিড়াং ও আশুজিয়া ইউনিয়নের রিজার্ভ সময়ের স্মার্ট কার্ড বিতরণ কার্যক্রম চলমান রয়েছে ।