আজ শনিবার, ২ আগস্ট, ২০২৫ ॥ ১৮ শ্রাবণ, ১৪৩২ ॥ ৭ সফর, ১৪৪৭

ইশ্বরদীতে জাঁকজমকপূর্ণ ভাবে যুবদলের ৪৬ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত
অন্যান্য প্রধান খবর রাজনীতি শিরোনাম

ইশ্বরদীতে জাঁকজমকপূর্ণ ভাবে যুবদলের ৪৬ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত

প্রতিনিধি: শামীম আহমেদ পাবনা জেলা প্রতিনিধি:
অক্টো ২৭, ২০২৪

ঈশ্বরদীতে নানা কর্মসূচির মধ্যদিয়ে বাংলাদেশ জাতীয়তাবাদী দল ( বিএনপি)’র অঙ্গসংগঠন যুবদলের ৪৬ তম প্রতিষ্ঠাবার্ষিকী আজ রোববার (২৭ অক্টোবর) উদযাপন করা হয়। কর্মসূচির মধ্যে ছিল সকাল নয়টায় বিএনপি’র স্টেশন রোডে রেলগেটস্থ দলীয় কার্যালয়ের সন্মুখে দলীয় ও জাতীয় পতাকা উত্তোলন, ফ্রি মেডিকেল ক্যাম্প স্থাপন, বৃক্ষরোপন, মাদ্রাসা ও এতিমখানায় খাদ্য বিতরণ। উপজেলার বিভিন্ন ইউনিয়ন থেকে এ সময় বিএনপি মূলদলের পাশাপাশি যুবদল,ছাত্রদল, স্বেচ্ছাসেবক দল ও শ্রমিকদলের নেতাকর্মীরা অংশ গ্রহণ করে। বিগত সরকারের অলিখিত নিষেধাঙ্গায় বিএনপির শক্তিশালী এই অঙ্গসংগঠন ইতোপূর্বে তেমন কোন কর্মসূচি পালন করতে পারেনি। পরিবর্তিত পরিস্থিতিত্বে হাজার হাজার নেতাকর্মীর উপস্তিতে মূহূু মুহু্ শ্লোগানের মধ্যদিয়ে মুখরিত হয়ে ওঠে বিএনপি কার্যালয় চত্বর।

ঈশ্বরদী পৌর যুবদলের আহবায়ক জাকির হোসেন জুয়েলের সভাপতিত্বে এ সময় বক্তব্য রাখেন, উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আলাউদ্দিন বিশ্বাস, পৌর বিএনপির ভারপ্রাপ্ত সাধারন সম্পাদক এসএম ফজলুর রহমান, সাবেক সাংগঠনিক সম্পাদক ইসলাম হোসেন জুয়েল, শ্রমিকনেতা আহসান হাবিব, উপজেলা বিএনপি সাবেক সাংগঠনিক সম্পাদক হুমায়ুন কবির দুলাল সরদার, পুরো বিএনপির সাবেক যুগ্ন সম্পাদক কাউন্সিলর আনোয়ার হোসেন জনি প্রমূখ।

পরে শহরের সরকারি, বে-সরকারি বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে বৃক্ষরোপন করা হয়। ফ্রি মেডিকেল ক্যাম্পে দিন ব্যাপী রক্তদান, গরীব ও অসহায় মানুষদের মাঝে ফ্রি চিকিৎসা শেষে বিনামূল্যে ঔষধ বিতরন করা হয়। দুপুরে দলীয় নতাকর্মীদের উপস্থিতিতে উপজেলার বিভিন্ন মাদ্রাসা ও এতিমখানায় অনাথ শিশুদের মাঝে খাবার পরিবেশন করে সংগঠনটির দলীয় নেতাকর্মীরা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *