
কেন্দুয়া প্রেসক্লাবের নবনির্বাচিত সভাপতি সেকুল ইসলাম খান ও সাধারণ সম্পাদক আব্দুল হাই সেলিম

নেত্রকোণার কেন্দুয়া উপজেলার ঐতিহ্যবাহী কেন্দুয়া প্রেসক্লাবের দ্বি-বার্ষিক সম্মেলনে সেকুল ইসলাম খানকে সভাপতি ও আব্দুল হাই সেলিমকে নবনির্বাচিত সাধারণ সম্পাদক হিসাবে ঘোষণা করেন —-উপজেলা নির্বাহী অফিসার ও কেন্দুয়া প্রেসক্লাবের উপদেষ্ট জনাব ইমদাদুল হক তালুকদার।
বুধবার (২৩ অক্টোবর) সন্ধ্যায় কেন্দুয়া প্রেসক্লাবের আয়োজনে প্রেসক্লাব কার্যালয়ে ১৬তম দ্বি-বার্ষিক সম্মেলনে মুক্ত ও নাতিদীর্ঘ আলোচনার মাধ্যমে আনুষ্ঠানিক ভাবে এ ঘোষণা করা হয় ।
কেন্দুয়া প্রেসক্লাবের বিদায়ী সভাপতি সৈয়দ আব্দুল ওয়াহাবের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মোঃ লিয়াকত আলী চৌধুরী কাজলের সঞ্চালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন, উপজেলা নির্বাহী অফিসার ও কেন্দুয়া প্রেসক্লাবের উপদেষ্টা জনাব ইমদাদুল হক তালুকদার।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোঃ মাহমুদুল হাসান ও কেন্দুয়া থানা অফিসার ইনচার্জ মোঃমিজানুর রহমান ।
এছাড়াও উপস্থিত ছিলেন, ঐতিহ্যবাহী কেন্দুয়া প্রেসক্লাবের সম্মেলন কমিটির আহ্বায়ক ও কেন্দুয়া প্রেসক্লাবের সিনিয়র সদস্য মোঃ আশরাফ উদ্দিন ভূঁঞা,সহ-সভাপতি সুশীল কুমার পোদ্দার, সাবেক সভাপতি সৈয়দ আলমগীর চৌধুরী, যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ রফিকুল ইসলাম, সাহিত্য ও সংস্কৃতি বিষয়ক সম্পাদক মোঃ দিল বাহার খান, দপ্তর সম্পাদক কিশোর কুমার শর্মা, প্রচার ও প্রকাশনা সম্পাদক মোঃ আব্দুল্লাহ, সম্মানিত সদস্য আবু বকর ছিদ্দিকসহ অন্যান্য সদস্য ও সাংবাদিকবৃন্দ ।