আজ সোমবার, ৪ আগস্ট, ২০২৫ ॥ ২০ শ্রাবণ, ১৪৩২ ॥ ৯ সফর, ১৪৪৭

ভালুকায় দূর্গাপূজা উপলক্ষে উপহার সামগ্রী বিতরণ
অন্যান্য জাতীয় প্রধান খবর শিরোনাম

ভালুকায় দূর্গাপূজা উপলক্ষে উপহার সামগ্রী বিতরণ

প্রতিনিধি: হাবিব হাসান, ময়মনসিংহ:
অক্টো ৯, ২০২৪

সনাতন ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজা উপলক্ষে ময়মনসিংহের ভালুকায় উপহার সামগ্রী বিতরণ করেছেন পৌর সভার মেয়র পদপ্রার্থী আসাদুজ্জামান চৌধুরী মাসুদ।

৮ অক্টোবর(মঙ্গলবার) ভালুকা পৌরসভার বিভিন্ন পূজামন্ডপে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে তিনি এ উপহার সামগ্রী বিতরণ করেন।

ভালুকা উপজেলার ঐতিহ্যবাহী চৌধুরী পরিবারের কৃতি সন্তান এবং ভালুকা পৌরসভার মেয়র পদপ্রার্থী আলহাজ্ব আসাদুজ্জামান চৌধুরী মাসুদের পক্ষ থেকে চাল, ডাল, তেল সহ বিভিন্ন উপহার সামগ্রী পূজা পরিচালনা কমিটির সদস্যদের হাতে তুলে দেওয়া হয়। বিতরণ কালে উপস্থিত ছিলেন উপজেলা ও পৌর বিএনপির বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।

আসাদুজ্জামান চৌধুরী মাসুদ বলেন, আমি আগামী পৌর নির্বাচনে মেয়র প্রার্থী হয়েছি। আমি সব সময় সকল সময়ে সবার সহযোগিতা নিয়ে কাজ করতে চাই।

সনাতন ধর্মাবলম্বীদের সর্ববৃহৎ ধর্মীয় অনুষ্ঠান এটি। আমি সকল ধরনের সহযোগিতা করবো এ আশা ব্যক্ত করছি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *