
পাবনার সাঁথিয়া প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকদের ১০ম গ্রেডের দাবীতে বিক্ষোভ ও মানববন্ধন

সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষকদের ১০ম গ্রেড বাস্তবায়নের দাবিতে মানববন্ধন কর্মসূচি পালন করেছে সাঁথিয়ায় উপজেলার সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক সমন্বয় পরিষদ। সাঁথিয়া উপজেলা প্রাথমিক শিক্ষক সমন্বয় পরিষদের আয়োজনে সোমবার বিকালে উপজেলা পরিষদের প্রধান ফটকের সামনের সড়কে ঘন্টাব্যাপী বিক্ষোভ ও মানবন্ধন করে। পরে বিক্ষোভ মিছিলসহ উপজেলা নির্বাহী অফিসারের নিকট স্মারকলীপি প্রদান করা হয়।
মানববন্ধনে সহকারী শিক্ষক সাইফুল ইসলাম হেলাল ও মাসুদ রানার সঞ্চালনায় বক্তব্য রাখেন প্রধান শিক্ষক ড. শামসুর রহমান, শফিকুল ইসলাম রিপন, আলতাব হোসেন, সহকারী শিক্ষক আব্দুল হাই, জসিম উদ্দিন, শরিফুল ইসলাম, মাসুদ রানা, আব্দুর রাজ্জাকসহ বিভিন্ন স্কুলের শিক্ষক/ শিক্ষিকা বৃন্দ।
এ সময় সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষকদের ১০ম গ্রেড বাস্তবায়নের দাবিতে শিক্ষকরা বলেন, ১০ম গ্রেড আমাদের দাবি নয়, আমাদের অধিকার, তাই অতিদ্রুত ১০ম গ্রেড বাস্তবায়নের দাবি জানাচ্ছি। না হলে এর চেয়ে কঠোরতম আন্দোলনে যেতে বাধ্য হবো।