আজ সোমবার, ৪ আগস্ট, ২০২৫ ॥ ২০ শ্রাবণ, ১৪৩২ ॥ ৯ সফর, ১৪৪৭

পাবনার সুজানগর হিন্দু ধর্মাবলম্বীদের প্রতিমা ভাংচুরের অভিযোগে একজন গ্রেফতার
গ্রাম বাংলা জাতীয় প্রধান খবর শিরোনাম

পাবনার সুজানগর হিন্দু ধর্মাবলম্বীদের প্রতিমা ভাংচুরের অভিযোগে একজন গ্রেফতার

প্রতিনিধি: শামীম আহমেদ পাবনা জেলা প্রতিনিধি:
অক্টো ৭, ২০২৪

পাবনার সুজানগরে দুর্গামন্দিরের প্রতিমা ভাঙচুরের ঘটনায় এক যুবককে গ্রেফতার করেছে পুলিশ। তার নাম মো.বাচ্চু আলমগীর ওরফে আগুন বাচ্চু ।বাচ্চু সুজানগর পৌরসভার মসজিদপাড়া এলাকার মো.লোকমান প্রামানিকের ছেলে। পাবনার পুলিশ সুপার মো. মোরতাজা আলী খান সোমবার নিজ কার্যালয়ে বিকেলে এক সংবাদ সম্মেলনে গ্রেফতারের বিষয়টির নিশ্চিত করে বলেন, গোপন সংবাদের ভিত্তিতে রাজবাড়ী জেলার গোয়ালন্দ থানা পুলিশের সহায়তায় রোববার দুপুরে গোয়ালন্দ ঘাট এলাকার একটি আবাসিক বোডিং থেকে বাচ্চুকে গ্রেফতার করা হয়। এর আগে গত মঙ্গলবার রাতে পৌরসভার মানিকদীর পালপাড়া এবং এর ৩ দিন পূর্বে পৌরসভার নীশিপাড়া দুর্গামন্দিরের প্রতিমা ভাঙচুরের ঘটনা ঘটে। ঘটনার পরই মানিকদীর (পালপাড়া) মন্দির কমিটির সভাপতি শ্রী বিজন কুমার পাল বাদী হয়ে সুজানগর থানায় একটি মামলা দায়ের করেন। সুজানগর পৌরসভার নিশীপাড়া ও পালপাড়া এলাকায় দুটি দুর্গামন্দিরের প্রতিমা ভাঙচুরের ঘটনা ঘটে। পুলিশ সুপার মো. মোরতাজা আলী খান বলেন, গ্রেফতারকৃত মো.বাচ্চু আলমগীর ওরফে আগুন বাচ্চু সোমবার ১৬৪ ধারায় ম্যাজিষ্ট্রেটের কাছে প্রতিমা ভাংচুরের ঘটনায় তার জড়িত থাকার কথা স্বীকার করেছেন। সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার কাজী শাহনেওয়াজ সহ জেলা পুলিশের উর্ধ্বতন কর্মকর্তারা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *