আজ শুক্রবার, ২০ সেপ্টেম্বর, ২০২৪ ॥ ৫ আশ্বিন, ১৪৩১ ॥ ১৬ রবিউল আউয়াল, ১৪৪৬

ভালুকায় পেঁয়াজের সংরক্ষণাগার কারখানার উদ্ভোদন করেন কৃষিমন্ত্রী
অর্থ ও বানিজ্য জাতীয় প্রধান খবর শিরোনাম

ভালুকায় পেঁয়াজের সংরক্ষণাগার কারখানার উদ্ভোদন করেন কৃষিমন্ত্রী

প্রতিনিধি: প্রবাহ বার্তা প্রতিবেদক (জিএম,)
মে ২, ২০২৪

জিএম, ভালুকা প্রতিনিধিঃ-

ময়মনসিংহের ভালুকায় পেঁয়াজের সংরক্ষণাগার কারখানার উদ্ভোদন করেন কৃষিমন্ত্রী ডক্টর মো: আব্দুস শাহিদ (এমপি)।
বৃহস্পতিবার সকালে উপজেলার ভরাডোবা এলাকায় জায়েন্ট এগ্রো প্রসেসিং লিমিটেড
নামে কারখানার উদ্ভোদন করেন তিনি। উদ্বোধনের আগে কৃষিমন্ত্রী কে প্রধান অতিথি রেখে এক আলোচনা সভার আয়োজন করা হয়। কারখানাটিতে বিশেষ প্রকৃয়ায় দীর্ঘদিনের জন্য পেঁয়াজের সংরক্ষণ করে রাখা হবে। এসময় আরো উপিস্থিত ছিলেন, নেদারল্যান্ডসের রাষ্ট্রদূত ইরমা ভ্যানডুরেন, কৃষি মন্ত্রণালয়ের সচিব মিসেস ওয়াহিদা আক্তার, অনিয়নইমপেক্ট ক্লাস্টার প্রকল্পের সমন্বয়কারী মিসেস ইরমা ভারহুসেল সহআরো অনেকেই। আলোচনা সভায় কৃষিমন্ত্রী ডক্টর মো: আব্দুস শাহিদ (এমপি) পেঁয়াজ সংরক্ষণ করার বিষয়ে নানান পরামর্শ মূলক বক্তব্য দেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *